এখানেই শেষ নয়, আরও নানা দাবি করেছেন ইনো। চলতি বছর অর্থাৎ ২০২৩ সাল নিয়েও কিছু ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইনো নিজেকে একজন টাইম ট্রাভেলার হিসেবে দাবি করেছেন। এ-ও দাবি করেন যে, ২০২৩ সাল অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী থাকতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় @theradianttimetraveller নামে অ্যাকাউন্ট রয়েছে ইনো-র। নিজের অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনেই ভবিষ্যতের প্রসঙ্গে নানা রকম তথ্য ভাগ করে নিয়েছেন তিনি। প্রতিটি ভবিষ্যদ্বাণী তালিকার মাধ্যমে শেয়ার করা হয়েছে। নেটিজেনদের কাছে যেগুলি গুরুত্ব পাচ্ছে।
advertisement
ইনো এক চাঞ্চল্যকর দাবি করে জানিয়েছেন যে, ২০২৩ সালে এলিয়েনরা পৃথিবীতে আসবে। এর পাশাপাশি বিশ্বের মানুষ পৃথিবীর মতোই আর একটা গ্রহের সন্ধান পাবে। ইনো-র ভবিষ্যদ্বাণীর তালিকা দেখে নেওয়া যাক:
২৩ মার্চ: পৃথিবীকে বাঁচানোর জন্য এলিয়েনরাই প্রায় ৮ হাজার মানুষকে বেছে নেবে।
১৫ মে: ৭৫০ ফুট উঁচু সুনামি আছড়ে পড়বে সান ফ্রান্সিসকোয়। ২ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হবে।
১৮ জুন: একবারে প্রায় ৭ জন মানুষ আকাশ থেকে নেমে আসবে।
আরও পড়ুন-রাইডে আটকে দুই মহিলা, পিছন থেকে এসে সজোরে ধাক্কা আরেকজ নের, ওয়াটার পার্কে মর্মান্তিক ঘটনা!
১৮ অগাস্ট: ত্বকের ক্যানসারের ওষুধের হদিশ পাবেন বিজ্ঞানীরা।
৩ ডিসেম্বর: একটি স্ফটিকের সন্ধান পাওয়া যাবে, যা বহু রোগ নিরাময় করতে সাহায্য করবে।
২৯ ডিসেম্বর: স্টেম সেলের মাধ্যমে নতুন অঙ্গপ্রত্যঙ্গের বিকাশ ঘটবে।
ইনো অ্যালারিকই প্রথম নন, এর মাসখানেক আগেই আরও এক স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছেন যে, তিনি ২৮৫৮ সাল থেকে ঘুরে এসেছেন। এমনকী তিনি এ-ও ভবিষ্যদ্বাণী করেছেন যে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের শেষ দিকে মঙ্গল গ্রহে মানুষের কঙ্কালের হদিশ পেয়ে যাবেন বিজ্ঞানীরা। রহস্যজনক ওই ব্যক্তি এই ধরনের ভিডিও হামেশাই পোস্ট করতে থাকেন। তাঁর টিকটক অ্যাকাউন্টের নাম ডার্কনেস টাইম ট্রাভেল।