TRENDING:

সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির

Last Updated:

Sundarbans News: সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনে দুই নারীর বিয়ে, ভালবাসার জয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন, সুমন সাহা: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হল এক অন্যরকম ভালবাসার কাহিনির। মন্দিরবাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দু’জনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তাঁরা তা মেনে নেয়নি।
advertisement

বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী। সমাজের নানা বাঁধাধরা নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি। সুন্দরবনের বুক থেকে ভালবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায়—ভালবাসার কোনও লিঙ্গ নেই, কোনও সীমানা নেই। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল।

advertisement

আরও পড়ুন- ২০৪৭ সালের মধ্যে জেম অ্যান্ড জুয়েলারি খাতে ১০০ বিলিয়ন ডলার রফতানি এবং ৫০০ বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বাজারের লক্ষ্যমাত্রা নির্ধারণ

সোশ্যাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ের পথে দুই মহিলার সম্পর্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের দুবরাজপুরে। খয়রাশোলের বাসিন্দা সুস্মিতা চট্টোপাধ্যায়ের টানে সুদূর মালদহ থেকে ছুটে এলেন নমিতা দাস। সাতদিন আগে দুবরাজপুরের একটি শিবমন্দিরে সিঁদুর দান করে বৈবাহিক জীবনে পা রাখলেন এই যুগল। রিয়া জানান, সম্পর্কের কথা তিনি বাড়িতে জানিয়েছিলেন। কিন্তু কেউ মেনে নেননি। তিনিও ঠিক করেন, যাঁকে ভালবাসেন, তাঁকে হারাতে দেবেন না। তাই বাড়ি ছেড়ে রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার অবশ্য তাঁদের সম্পর্ককে মেনে নেয়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে দুই যুবতীর বিয়ের আয়োজন করে স্থানীয় এক মন্দিরে। মঙ্গলবার সাতপাকে ঘুরে, মালাবদল করে নতুন জীবন শুরু করলেন রিয়া ও রাখি।

advertisement

আরও পড়ুন-উৎসবের মরশুমে দারুণ বৃদ্ধি ! ঋণের পরিমাণ ২৭ শতাংশ বাড়ল বাজাজ ফাইন্যান্সের

সেরা ভিডিও

আরও দেখুন
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
আরও দেখুন

বিয়ের পর রাখি বলেন, ‘‘আমাদের ২ বছরের সম্পর্ক। ফোনে পরিচয় হয়েছিল। অনেকেই বলেছিল মেয়েতে মেয়েতে আবার সম্পর্ক কী ! কিন্তু আমরা ঠিক করেছি, একসঙ্গেই থাকব। সারাজীবন থাকব।বাড়িতে সকলে মেনে নিয়েছেন। আমার বাড়িতে আবার কেউই সম্পর্কটা মেনে নেয়নি। বাবা বলেছে, থাকতে দেবে না। কী আর করা যাবে… ওর বাড়িতেই থাকব।’’ আর রিয়ার কথায়, ‘‘আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি। ভালবাসাটাই তো বড় কথা। মহিলা পুরুষকে ভালবাসবে, পুরুষ মহিলাকে ভালবাসা কে বলে দিয়েছে ?’’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল