বিয়ের মরশুম চলছে। সোশ্যাল মিডিয়ায় তিল ধারণের জায়গা নেই। মুহুর্মুহু ছবি, ভিডিও আপলোড করছেন নবদম্পতিরা। কিন্তু আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বিয়ে, বউভাত ঠিক আছে। তাই বলে ফুলশয্যার রাতে নবদম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! সম্প্রতি এমনই একটি পোস্ট সামনে এসেছে।
advertisement
ফেসবুকে Rahul.Radha143 নামের প্রোফাইল থেকে ফুলশয্যার রাতের ছবি শেয়ার করেছেন নবদম্পতি। ছবির ক্যাপশনে লেখা, “আজ আমাদের বাসররাত। #Photography”। অর্থাৎ ফুলশয্যার রাতকে স্মরণীয় করে রাখতে ছবি তুলেছেন দম্পতি।
ওই প্রোফাইল থেকে দুটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে নববধূর পরনে কনের সাজ। বর নীল রঙের স্যুট পরে রয়েছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কনে বসে আছেন। পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরেছেন বর। তারপর গলায় চুমু খাচ্ছেন। আর দ্বিতীয় ছবিতে বরের গলা জড়িয়ে গালে চুমু খাচ্ছেন নববধূ। দু’জনেরই মুখে হাসি।
আরও পড়ুন– বরকে দেখামাত্র মুখ নামিয়ে নিলেন কনে, ছুঁতেও রাজি নন, বিয়ের মঞ্চে হুলস্থূল ! ভাইরাল ভিডিও
এমন ছবি ভাইরাল হতে সময় লাগেনি। পোস্টটিতে এখনও পর্যন্ত ৩৭ হাজারের বেশি লাইক হয়েছে। কমেন্ট করেছেন ৩,৭০০ জন। শেয়ারও হয়েছে ব্যাপক। অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেওয়ায় চলছে ব্যঙ্গ, বিদ্রুপ। অনেকে রসিকতাও করেছেন।
ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করায় আবার সমালোচনাও করেছেন অনেকে। এক ইউজার লিখেছেন, “আপনাদের আর কোনও কাজ নেই? কেন এসব করছেন! এই ধরণের ছবি কেউ পোস্ট করে?” একজন তার উত্তরও দিয়েছেন। লিখেছেন, “সবই ভিউয়ের খেলা রে ভাই। এতেই এখন জগত চলছে।”
তবে আদিরসাত্মক কমেন্টই বেশি। এক ইউজার রসিকতা করে লিখেছেন, “ভিডিওটা আপলোড করে দিন। আমরাও শিখি। ভবিষ্যতে কাজে লাগবে।” আরেকজন মজার ছলে লিখেছেন, “লাইভের অপেক্ষায় আছি ভাই। আশ করি আজ নিশ্চয় হবে।”
আরেক ইউজার দ্ব্যর্থ ভাষায় কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, “আজ ভারত-পাকিস্তান খেলা আছে। সবাই উপস্থিত থাকবেন। কেউ ম্যাচ দেখতে ভুলবেন না।” কিছু ইউজার বিরক্ত। এমন ছবি তাঁদের পছন্দ হয়নি মোটেই। একজন লিখেছেন, “আপনাদের ফুলশয্যার খবর আমাকে জানিয়ে খুব ভাল করলেন। এই খবরের অপেক্ষাতেই তো ছিলাম। খুব খুশি হয়েছি।”