বরকে দেখামাত্র মুখ নামিয়ে নিলেন কনে, ছুঁতেও রাজি নন, বিয়ের মঞ্চে হুলস্থূল ! ভাইরাল ভিডিও

Last Updated:

ভিডিওতে শুধু দেখা যাচ্ছে, মালাবদলের মঞ্চে কনে বরের দিকে তাকালেন। তারপরই মুখ নামিয়ে নিলেন। সেই যে মুখ নামিয়ে নিলেন, আর তাকালেন না।

বিয়ের মঞ্চে হুলস্থূল !
বিয়ের মঞ্চে হুলস্থূল !
প্রেমের বিয়েতে কোনও ঝঞ্ঝাট নেই। একে অপরকে চেনেন, জানেন। একে অন্যের স্বভাব, আচরণের সঙ্গেও দু’জন পরিচিত থাকেন। আজকাল দেখাশোনা করে বিয়েতেও হবু বর-কনে বিয়ের আগেই এঁকে অপরকে চেনার, জানার সুযোগ পান। তবে সবসময় নয়।
এখনও দেশের এমন অনেক জায়গা আছে, যেখানে শুভদৃষ্টির সময় বর-কনে প্রথম একে অপরকে দেখেন। বিয়ের কথাবার্তা সারেন অভিভাবকরাই। সেখানে বর-কনের কোনও ভূমিকা নেই। এখন শুভদৃষ্টির সময় যদি বর বা কনের যদি একে অন্যকে পছন্দ না হয় তাহলে কী হবে?
advertisement
advertisement
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি কবে তোলা, জানা যায়নি। কোথাকার ভিডিও তাও অজানা। ভিডিওতে শুধু দেখা যাচ্ছে, মালাবদলের মঞ্চে কনে বরের দিকে তাকালেন। তারপরই মুখ নামিয়ে নিলেন। সেই যে মুখ নামিয়ে নিলেন, আর তাকালেন না।
কনের আচরণ দেখে বোঝা যাচ্ছে। বরকে তাঁর পছন্দ হয়নি মোটেই। তিনি হতাশ। তাঁর হাবভাব দেখে অনুমান করা যায়, অনেক স্বপ্ন নিয়ে মালাবদলের মঞ্চে এসেছিলেন তিনি। কিন্তু বরকে দেখে সব স্বপ্ন ভেঙে গিয়েছে। এখন কী করবেন বুঝতে পারছেন না।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, বরের দোহারা গড়ন। গায়ের রঙ একটু চাপা। তারওপর নীল রঙের স্যুট পরেছেন। মাথায় আবার লাল পাগড়ি। গলায় মালা। বর খুবই শান্ত। কনে তাঁকে দেখে মুখ নামিয়ে নেওয়ার পরেও আরতির থালা থেকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু কনে মুখ সরিয়ে নেন। তিনি যেন বরকে ছুঁতেও রাজি নন।
advertisement
advertisement
বর ফের চেষ্টা করেন। কনে এবার সরে যান। পিছিয়ে যান কিছুটা। তিনি বরের হাত থেকে মিষ্টি খাবেন না। স্পষ্ট বুঝিয়ে দেন তাঁর আচরণে। এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওটিতে। এরপর কী হল, বর-কনে আদৌ বিয়ের পিঁড়িতে বসলেন কি না, বসলে এখন তাঁরা কেমন জীবন কাটাচ্ছেন, এসব অজানা।
এখনও পর্যন্ত হাজার হাজার ভিউ হয়েছে ভিডিওটিতে। কমেন্টও করেছেন অনেকে। অধিকাংশ নেটিজেন বলছেন, বর পছন্দ না হওয়াতেই এমন করছেন কনে। একজন লিখেছেন, “বিয়ের আগে দেখাশোনা থাকলে আর এই ঝামেলা পোহাতে হত না।”
advertisement
আরেকজন লিখেছেন, “বিয়ে মানে সারাজীবনের ব্যাপার। সেখানে আগে থেকে না দেখে বিয়ে করতে আসাই উচিত হয়নি।” আরেক ইউজারের মন্তব্য, “একে অন্যের পছন্দ-অপছন্দগুলো জানা খুব জরুরি। নাহলে পরে সমস্যা হতে পারে।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বরকে দেখামাত্র মুখ নামিয়ে নিলেন কনে, ছুঁতেও রাজি নন, বিয়ের মঞ্চে হুলস্থূল ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement