TRENDING:

Indian Army: ভারতীয় সেনাবাহিনী থেকে বাবা অবসর নেন হাবিলদার পদে, UPSC এনডিএ টপার ছেলে এখন অফিসার হবেন, বাঙালির মুখ উজ্জ্বল করলেন ইমন ঘোষ

Last Updated:

Indian Army, NDA Story: ভারতীয় সেনাবাহিনী থেকে যে বাবা অবসর নেন হাবিলদার পদে, ইউপিএসসি এনডিএ টপার তাঁর ছেলেই এখন সেই সেনাবাহিনীর অফিসার হবেন, এ যেমন গর্বের বিষয়, তেমনই নিয়তি তাড়িতও বটে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Indian Army, NDA Story: সাফল্য কখন কার কাছে কীভাবে ধরা দেবে, তা বলা কঠিন। এটা ঠিক যে এর কোনও সহজ পথ নেই। একমাত্র সুকঠোর পরিশ্রমই সাফল্যের সোপান রচনা করে দেয়। সঙ্গে নিয়তিও অলক্ষ্যে হাসেন বইকি! ভারতীয় সেনাবাহিনী থেকে যে বাবা অবসর নেন হাবিলদার পদে, ইউপিএসসি এনডিএ টপার তাঁর ছেলেই এখন সেই সেনাবাহিনীর অফিসার হবেন, এ যেমন গর্বের বিষয়, তেমনই নিয়তি তাড়িতও বটে!
NDA Exam, UPSC NDA Success Story:
ভারতীয় সেনাবাহিনী থেকে বাবা অবসর নেন হাবিলদার পদে
NDA Exam, UPSC NDA Success Story: ভারতীয় সেনাবাহিনী থেকে বাবা অবসর নেন হাবিলদার পদে
advertisement

বীরভূম জেলার বাসিন্দা ইমন ঘোষ ২০২৪ সালের এনডিএ ২ পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক-১ অর্জন করেছেন। তিনি বর্তমানে রাষ্ট্রীয় ভারতীয় সামরিক কলেজে (RIMC) অধ্যয়নরত। তিনি আরআইএমসির দ্বাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন– Dream 11-এ ৩ কোটি টাকা জিতলে বিজেতা সব কেটেকুটে হাতে কত টাকা পাবেন? কিন্তু হাতে পড়ে থাকা টাকা দ্বিগুণ করার এই কৌশল জেনে রাখা ভাল

advertisement

ছোটবেলা থেকেই ইউনিফর্ম পরার স্বপ্ন ছিল ইমনের। বাবা উজ্জ্বল কুমার ঘোষ ভারতীয় সেনাবাহিনীতে একজন হাবিলদার ছিলেন। বাবাকে সেনাবাহিনীর পোশাকে দেখে ইমনও ছোটবেলা থেকেই ইউনিফর্ম পরার স্বপ্ন দেখতেন। ইমনের প্রথম পছন্দ ছিল ভারতীয় বিমান বাহিনী। ছোটবেলা থেকেই তাঁর যুদ্ধবিমানের প্রতি একটা উন্মাদনা ছিল, জানিয়েছেন ইমন। এখন তাঁর বাবা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। মা গার্গী ঘোষ একজন গৃহবধূ। বাবার কর্মসূত্রে বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের কারণে ইমন দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন। কিছু সময়ের জন্য তিনি হরিয়ানার কুঞ্জপুরার সৈনিক স্কুলে পড়াশোনা করেন। এর পর অষ্টম শ্রেণীতে এসে তিনি দেহরাদুনের ন্যাশনাল ইন্ডিয়ান মিলিটারি কলেজে (RIMC) ভর্তি হন। এখান থেকেই ইমন সেনা অফিসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। এখানে পৌঁছনোর পর তাঁর মনে হয়েছিল যে এখন তাঁর স্বপ্ন বাস্তবে পরিণত হবে।

advertisement

আরও পড়ুন– রান্নাঘরের আনাচেকানাচে কি আরশোলার আনাগোনা হয়েছে? উপদ্রবের হাত থেকে বাঁচতে মেনে চলুন বিশেষজ্ঞদের দেওয়া এই সমস্ত টিপস

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বস্তুত, আত্মবিশ্বাস ইমনের ছিলই! যখন ইমনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এনডিএ পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করবেন আশা করেছিলেন কি না, তখন ইমন বলেন যে তিনি ভেবেছিলেন শীর্ষ ১০ জনের মধ্যে থাকতে পারবেন! কিন্তু AIR-1 কল্পনাও করেননি। ইমন যখন তাঁর বাবাকে এই সুসংবাদটি দেন, তখন ফোনে বাবার প্রতিক্রিয়া দেখতে পাননি। যদিও ইমন বলেন যে তিনি নিশ্চিত জানেন এই খবর শুনে বাবা গর্বে কেঁদে ফেলেছেন। এনডিএ-তে সাফল্যের পর ইমন এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বলেন যে, আরআইএমসি এমন একটি পরিবেশ প্রদান করে যা এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। ইমন জানান যে তিনি একাদশ শ্রেণী থেকেই এনডিএ-র জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। এখানে গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের ভিত্তি এতটাই মজবুত হয়ে যায় যে এনডিএ লিখিত পরীক্ষা খুবই সহজ মনে হতে শুরু করে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Indian Army: ভারতীয় সেনাবাহিনী থেকে বাবা অবসর নেন হাবিলদার পদে, UPSC এনডিএ টপার ছেলে এখন অফিসার হবেন, বাঙালির মুখ উজ্জ্বল করলেন ইমন ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল