অজগরের অর্ধেক দেহ ড্রেনের ভেতরে, আর মুখটি বাইরে। এই চ্যালেঞ্জিং রেসকিউ অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে প্রশিক্ষিত অ্যানিমেল রেসকিউ টিম।
আরও পড়ুন: ভারতে বিমানে ঠিক কতটা মদ খেতে পারবেন জানেন? নিয়ম না মানলে হতে পারে বড় জরিমানা!
ঘটনাটি ঘটেছে নভি মুম্বাইয়ের এক আবাসিক এলাকায়। স্থানীয় বাসিন্দারা যখন গাটারের ঢাকনায় নড়াচড়া করা এক জীবন্ত ‘দড়ি’র মতো কিছু লক্ষ্য করেন, তখনই চারপাশে হইচই পড়ে যায়। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেননি, কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন যে সেটা আসলে একটি অজগর সাপ।
advertisement
স্থানীয়রা সঙ্গে সঙ্গে বনবিভাগ এবং পশু উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যেই রেসকিউ টিম ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং খুব সাবধানে পুরো অপারেশন শুরু করে। গাটারের ঢাকনা খোলার পর তারা দেখতে পান যে অজগরটি একেবারে সঙ্কীর্ণ জায়গায় আটকে রয়েছে এবং নিজের চেষ্টায় বের হতে পারছে না।
প্রথমে অজগরটিকে শান্ত করা হয়। এরপর ধীরে ধীরে অত্যন্ত সাবধানে টেনে তাকে বাইরে আনার চেষ্টা করা হয়। এই উত্তেজনাপূর্ণ উদ্ধার প্রক্রিয়া প্রায় ৪৫ মিনিট ধরে চলে। অবশেষে সাপটিকে সম্পূর্ণ নিরাপদভাবে বাইরে বের করা সম্ভব হয়।
ভাগ্য ভালো ছিল যে, সাপটির শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি। রেসকিউ টিম জানায়, তারা পরে সাপটিকে বন এলাকায় ছেড়ে দেয়। এই সাহসী ও সফল রেসকিউর জন্য অনেকেই তাঁদের প্রশংসা করছেন।
এই ঘটনাটির ভিডিও একজন স্থানীয় বাসিন্দা তাঁর মোবাইল ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার পর থেকেই সেটি ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তা দেখে ফেলেন। ভিডিওতে দেখা যায়, কীভাবে ধৈর্যের সঙ্গে রেসকিউ টিম পুরো প্রক্রিয়া চালায়।
অনেকেই এই ভিডিও দেখে রেসকিউ টিমের পেশাদারিত্ব এবং প্রাণীদের প্রতি তাঁদের সহানুভূতির ভূয়সী প্রশংসা করছেন। একই সঙ্গে মানুষ অবাক হচ্ছেন— কীভাবে এত বড় অজগর শহরের আবাসিক এলাকায় ঢুকে পড়তে পারল।
এই ঘটনার পর অনেকে বলছেন, বন্যপ্রাণীদের প্রতি যত্নবান হওয়া উচিত এবং এমন রেসকিউ অভিযানে বনদফতর ও রেসকিউ কর্মীদের দ্রুত প্রতিক্রিয়া সত্যিই প্রশংসনীয়।