TRENDING:

Snake Viral Video: ভয়ঙ্কর ভিডিও! ড্রেনে আটকে বিশাল সাপ, টেনে বের করতেই একের পর এক আক্রমণ, দেখুন সেই ভিডিও...

Last Updated:

Snake Viral Video: একটি ড্রেন চেম্বারে ভয়ঙ্করভাবে আটকে পড়েছিল একটি বিশাল অজগর। ৪৫ মিনিট ধরে চলে উত্তেজনাপূর্ণ রেসকিউ অভিযান। বনবিভাগ ও রেসকিউ টিমের সফল প্রচেষ্টায় সাপটিকে নিরাপদে বের করে আনা হয়। মিস না করে দেখুন ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একটি চমকে দেওয়া এবং অবাক করে দেওয়া ভিডিও সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশাল আকারের অজগর সাপ ড্রেনের চেম্বারের মধ্যে ভয়ঙ্করভাবে আটকে পড়েছে।
ভয়ঙ্কর ভিডিও! ড্রেনে আটকে বিশাল সাপ, টেনে বের করতেই একের পর এক আক্রমণ, দেখুন সেই ভিডিও...
ভয়ঙ্কর ভিডিও! ড্রেনে আটকে বিশাল সাপ, টেনে বের করতেই একের পর এক আক্রমণ, দেখুন সেই ভিডিও...
advertisement

অজগরের অর্ধেক দেহ ড্রেনের ভেতরে, আর মুখটি বাইরে। এই চ্যালেঞ্জিং রেসকিউ অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে প্রশিক্ষিত অ্যানিমেল রেসকিউ টিম।

আরও পড়ুন: ভারতে বিমানে ঠিক কতটা মদ খেতে পারবেন জানেন? নিয়ম না মানলে হতে পারে বড় জরিমানা!

ঘটনাটি ঘটেছে নভি মুম্বাইয়ের এক আবাসিক এলাকায়। স্থানীয় বাসিন্দারা যখন গাটারের ঢাকনায় নড়াচড়া করা এক জীবন্ত ‘দড়ি’র মতো কিছু লক্ষ্য করেন, তখনই চারপাশে হইচই পড়ে যায়। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেননি, কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন যে সেটা আসলে একটি অজগর সাপ।

advertisement

স্থানীয়রা সঙ্গে সঙ্গে বনবিভাগ এবং পশু উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যেই রেসকিউ টিম ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং খুব সাবধানে পুরো অপারেশন শুরু করে। গাটারের ঢাকনা খোলার পর তারা দেখতে পান যে অজগরটি একেবারে সঙ্কীর্ণ জায়গায় আটকে রয়েছে এবং নিজের চেষ্টায় বের হতে পারছে না।

আরও পড়ুন: নামিবিয়ায় বিলাসবহুল সাফারি লজে মর্মান্তিক দুর্ঘটনা! শৌচাগারে যাওয়ার পথে সিংহের আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু

advertisement

প্রথমে অজগরটিকে শান্ত করা হয়। এরপর ধীরে ধীরে অত্যন্ত সাবধানে টেনে তাকে বাইরে আনার চেষ্টা করা হয়। এই উত্তেজনাপূর্ণ উদ্ধার প্রক্রিয়া প্রায় ৪৫ মিনিট ধরে চলে। অবশেষে সাপটিকে সম্পূর্ণ নিরাপদভাবে বাইরে বের করা সম্ভব হয়।

ভাগ্য ভালো ছিল যে, সাপটির শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি। রেসকিউ টিম জানায়, তারা পরে সাপটিকে বন এলাকায় ছেড়ে দেয়। এই সাহসী ও সফল রেসকিউর জন্য অনেকেই তাঁদের প্রশংসা করছেন।

advertisement

এই ঘটনাটির ভিডিও একজন স্থানীয় বাসিন্দা তাঁর মোবাইল ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার পর থেকেই সেটি ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তা দেখে ফেলেন। ভিডিওতে দেখা যায়, কীভাবে ধৈর্যের সঙ্গে রেসকিউ টিম পুরো প্রক্রিয়া চালায়।

অনেকেই এই ভিডিও দেখে রেসকিউ টিমের পেশাদারিত্ব এবং প্রাণীদের প্রতি তাঁদের সহানুভূতির ভূয়সী প্রশংসা করছেন। একই সঙ্গে মানুষ অবাক হচ্ছেন— কীভাবে এত বড় অজগর শহরের আবাসিক এলাকায় ঢুকে পড়তে পারল।

এই ঘটনার পর অনেকে বলছেন, বন্যপ্রাণীদের প্রতি যত্নবান হওয়া উচিত এবং এমন রেসকিউ অভিযানে বনদফতর ও রেসকিউ কর্মীদের দ্রুত প্রতিক্রিয়া সত্যিই প্রশংসনীয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Viral Video: ভয়ঙ্কর ভিডিও! ড্রেনে আটকে বিশাল সাপ, টেনে বের করতেই একের পর এক আক্রমণ, দেখুন সেই ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল