Lion attack: নামিবিয়ায় বিলাসবহুল সাফারি লজে মর্মান্তিক দুর্ঘটনা! শৌচাগারে যাওয়ার পথে সিংহের আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lion attack: নামিবিয়ার সেসফনটেইন অঞ্চলের এক বিলাসবহুল সাফারি ক্যাম্পে তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় এক ব্যবসায়ীকে আক্রমণ করে হত্যা করল সিংহ। ক্যাম্পে থাকা পর্যটকরা প্রাণীটিকে তাড়ালেও ততক্ষণে মৃত্যু হয়েছিল...
নামিবিয়ার প্রত্যন্ত উত্তর-পশ্চিম অঞ্চলের একটি বিলাসবহুল সাফারি লজে এক ব্যবসায়ীকে সিংহ হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মৃত ব্যক্তির নাম বার্ন্ড কেবেল, যিনি নামিবিয়ার এক পরিচিত ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিনি অন্যান্য পর্যটকদের সঙ্গে তাঁবুতে ক্যাম্পিং করছিলেন, ঠিক সেই সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গত বছর আগস্টে নামিবিয়া সরকার খরায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সংকট মেটাতে শত শত বন্যপ্রাণী — যার মধ্যে হাতিও রয়েছে — হত্যা করার অনুমতি দেয়। মাত্র ছয় সপ্তাহের ব্যবধানে এটি আফ্রিকায় দ্বিতীয় মারাত্মক সিংহ আক্রমণের ঘটনা। এর আগে, এপ্রিল মাসে কেনিয়ার নাইরোবি ন্যাশনাল পার্কের কাছে এক খামারে সিংহের আক্রমণে ১৪ বছরের এক কিশোরীর মৃত্যু হয়।