এই ভিডিওটি এতটাই দ্রুত গতিতে ভাইরাল হয়েছে যে মাত্র ২৪ ঘণ্টায় ৩ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি হলেন সাপ বিশেষজ্ঞ মুরলী। জীবনের তোয়াক্কা না করে যিনি সাপ ধরার জন্য পরিচিত। আগেও বহুবার তাঁর সাহসিকতা প্রশংসা কুড়িয়েছে।
advertisement
বর্ষায় সাপ-খোপ ঢুকে পড়ছে ঘরে? বাড়ির চারপাশে লাগান এই ৫ গাছ, প্রাকৃতিক ভাবে মিলবে ‘রক্ষা কবচ’!
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিছুদিন আগে একটি উদ্ধার অভিযানের সময় মুরলী গুরুতরভাবে আহত হয়েছিলেন। তবে চিকিৎসার পর আবার কাজে ফিরে এসে তিনি এই বিপজ্জনক মিশন সম্পূর্ণ করেন। তিনি প্রথমে সন্দেহভাজন জায়গাটি কোপা শুরু করেন।
কিছুক্ষণ কোপানোর পর মাটির নিচে একটি গর্তের দেখা মেলে। তারপরেই দেখা যায় একটি সাদা ডিম। এরপর যখন আরও একটু গভীরে খোঁড়া হয়, তখন একসঙ্গে বহু ডিম দেখা যায়। মুরলী খুব সতর্কভাবে সেগুলো একটি বাক্সে রেখে দেন।
ডিমগুলি রাখার পর তিনি আবার ফিরে যান গর্তের দিকে। অনেক চেষ্টার পর অবশেষে উদ্ধার হয় সেই নারী সাপটি, যে এই ডিমগুলি দিয়েছিল। কোনও ভয় না পেয়ে মুরলী সেটিকে হাতে ধরে একই কনটেইনারে রাখেন যেখানে ডিমগুলো ছিল। গোটা ঘটনাটি প্রায় ৯০ সেকেন্ডের একটি ভিডিওতে ধরা পড়েছে।