TRENDING:

বর্ষায় গর্তে কী নড়ছে? হাত ঢোকাতেই বেরিয়ে এল ২৫ বছর বয়সি স্ত্রী সাপ! কিন্তু সেখানেই শেষ নয়!

Last Updated:

ভিডিওটি এতটাই দ্রুত গতিতে ভাইরাল হয়েছে যে মাত্র ২৪ ঘণ্টায় ৩ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি হলেন সাপ বিশেষজ্ঞ মুরলী। জীবনের তোয়াক্কা না করে যিনি সাপ ধরার জন্য পরিচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৃষ্টির মরশুম এলেই সাপের দেখা মেলে ইদানীং। জল ঢুকে পড়ে ওদের গর্তে, তাই শুকনো ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ওরা বেরিয়ে পড়ে। এমনই এক ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক সাপ বিশেষজ্ঞ গর্ত থেকে ভয়ঙ্কর সব জিনিসপত্র বের করে চলেছেন। শেষ হতে দেখা গেল শুধু সাপ নয়…সঙ্গে আরও অনেক প্রাণ!
ব্যক্তি ২৫ বছর বয়সী একটি মা সাপ ও তার ডিম উদ্ধার করছেন। ঘটনাটি দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটপাড়া। আসুন জেনে নিই বিস্তারিত।
ব্যক্তি ২৫ বছর বয়সী একটি মা সাপ ও তার ডিম উদ্ধার করছেন। ঘটনাটি দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটপাড়া। আসুন জেনে নিই বিস্তারিত।
advertisement

এই ভিডিওটি এতটাই দ্রুত গতিতে ভাইরাল হয়েছে যে মাত্র ২৪ ঘণ্টায় ৩ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি হলেন সাপ বিশেষজ্ঞ মুরলী। জীবনের তোয়াক্কা না করে যিনি সাপ ধরার জন্য পরিচিত। আগেও বহুবার তাঁর সাহসিকতা প্রশংসা কুড়িয়েছে।

আগামী ৭ দিন আকাশ-বাতাস আঁধার করা দুর্যোগ! ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সতর্কতা ১৭ রাজ্যে! কী হবে বাংলায়?

advertisement

বর্ষায় সাপ-খোপ ঢুকে পড়ছে ঘরে? বাড়ির চারপাশে লাগান এই ৫ গাছ, প্রাকৃতিক ভাবে মিলবে ‘রক্ষা কবচ’!

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিছুদিন আগে একটি উদ্ধার অভিযানের সময় মুরলী গুরুতরভাবে আহত হয়েছিলেন। তবে চিকিৎসার পর আবার কাজে ফিরে এসে তিনি এই বিপজ্জনক মিশন সম্পূর্ণ করেন। তিনি প্রথমে সন্দেহভাজন জায়গাটি কোপা শুরু করেন।

advertisement

কিছুক্ষণ কোপানোর পর মাটির নিচে একটি গর্তের দেখা মেলে। তারপরেই দেখা যায় একটি সাদা ডিম। এরপর যখন আরও একটু গভীরে খোঁড়া হয়, তখন একসঙ্গে বহু ডিম দেখা যায়। মুরলী খুব সতর্কভাবে সেগুলো একটি বাক্সে রেখে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডিমগুলি রাখার পর তিনি আবার ফিরে যান গর্তের দিকে। অনেক চেষ্টার পর অবশেষে উদ্ধার হয় সেই নারী সাপটি, যে এই ডিমগুলি দিয়েছিল। কোনও ভয় না পেয়ে মুরলী সেটিকে হাতে ধরে একই কনটেইনারে রাখেন যেখানে ডিমগুলো ছিল। গোটা ঘটনাটি প্রায় ৯০ সেকেন্ডের একটি ভিডিওতে ধরা পড়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বর্ষায় গর্তে কী নড়ছে? হাত ঢোকাতেই বেরিয়ে এল ২৫ বছর বয়সি স্ত্রী সাপ! কিন্তু সেখানেই শেষ নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল