TRENDING:

মহাসমুদ্রের গভীরে গেলেন বিজ্ঞানীরা, দেখতে পেলেন ‘হলুদ ইটের রাস্তা’ ! বিস্ময়ে বিস্ফারিত হয়ে রইল তাঁদের চোখ

Last Updated:

বিজ্ঞানীরা একটি শুকিয়ে যাওয়া প্রাচীন হ্রদের একেবারে তলদেশে একটা জিনিসের হদিশ পেলেন। সেটা দেখতে অনেকটা হলুদ ইটের রাস্তার মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভূপৃষ্ঠের প্রায় ৭১ শতাংশই জলভাগ দিয়ে ঘেরা। চারিদিকে শুধুই সাগর আর মহাসাগর। আর এই সাগর-মহাসাগরের তলদেশেই লুকিয়ে রয়েছে একাধিক রহস্য। যা প্রতিনিয়ত প্রকাশ পায়। ইউটিউবে এমনই এক আবিষ্কারের ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। সেই ভিডিও-য় দেখা যাচ্ছে যে, ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে একটি গভীর সমুদ্রের চূড়ায় একটি অভিযান চালানো হয়েছিল। আর সেই অভিযানে এক আশ্চর্যজনক বিষয় প্রকাশ্যে এসেছিল। বিজ্ঞানীরা একটি শুকিয়ে যাওয়া প্রাচীন হ্রদের একেবারে তলদেশে একটা জিনিসের হদিশ পেলেন। সেটা দেখতে অনেকটা হলুদ ইটের রাস্তার মতো। Liliʻuokalani রিজে অনুসন্ধান জাহাজ নটিলাস একটি সমীক্ষা চালাচ্ছিল। আর সেই সমীক্ষা চলাকালীন Papahānaumokuākea Marine National Monument-এর মধ্যে সেই দৃশ্য দেখা গিয়েছিল।
মহাসমুদ্রের গভীরে গেলেন বিজ্ঞানীরা, দেখতে পেলেন ‘হলুদ ইটের রাস্তা’ Photo Courtesy: 
EVNautilus
মহাসমুদ্রের গভীরে গেলেন বিজ্ঞানীরা, দেখতে পেলেন ‘হলুদ ইটের রাস্তা’ Photo Courtesy: EVNautilus
advertisement

আরও পড়ুন– গাজিয়াবাদে আচমকাই নেমে এল বিদেশি বিমান, একে একে নেমে এলেন ৫৩ জন, খবর পেয়ে ছুটে এল পুলিশ, তারপর যা জানা গেল…

বলে রাখা ভাল যে, Papahānaumokuākea Marine National Monument (PMNM)-কে বিশ্বের অন্যতম বৃহত্তম সামুদ্রিক সংরক্ষণ এলাকা বলে গণ্য করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সামুদ্রিক সংরক্ষণ এলাকার তুলনায় বড়। এর মধ্যে মাত্র ৩ শতাংশই পরীক্ষা করে দেখতে পেরেছেন বিজ্ঞানীরা। ওশান এক্সপ্লোরেশন ট্রাস্টের গবেষকরা জঙ্গলের সীমা খতিয়ে দেখতে ব্যস্ত ছিল। যা সমুদ্রপৃষ্ঠের ৩০০০ মিটারেরও বেশি গভীরে অবস্থিত। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই এক্সপ্লোরেশন যে কেউ চাক্ষুষ করতে পারবেন। ইউটিউবে এই আবিষ্কারের ভিডিও ভাগ করে নেওয়া হয়েছিল ২০২২ সালে। এই ভিডিও-য় একটি হাইলাইট রিলে এমন এক মুহূর্ত তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, গবেষকদের গভীর সমুদ্র-যান সেই রাস্তায় পৌঁছেছে।

advertisement

আরও পড়ুন– ১৩ বছরেই পালিয়ে বিয়ে, দু’বছর পর স্বামীর মৃত্যু, তারপর মুখ্যমন্ত্রীর স্ত্রী, চেনেন এই অভিনেত্রীকে?

ভিডিও-য় রেডিও থেকে আসা বিজ্ঞানীদের গলা স্পষ্ট ভাবে শোনা গিয়েছে। রেডিও-য় এক গবেষক বলেন, এটাই আটলান্টিসে যাওয়ার রাস্তা। অন্য দিক থেকে জবাব আসে যে, হলুদ ইটের রাস্তা? দলের অন্যান্য সদস্যরা বলেন, এটা আশ্চর্য। আপনারা জেনে আশ্চর্য হবেন যে, সমুদ্রের তলায় হাজার মিটার নীচে অবস্থিত হওয়া সত্ত্বেও গবেষকদের দ্বারা আবিষ্কৃত হ্রদটির তলদেশ ভীষণই শুষ্ক। ওই রেডিওটিতে গবেষক দলটি আরও জানায় যে, এর মেঝেটি অনেকটা বেকড লেয়ারের মতো দেখতে। মনে হবে যেন খোসা ছাড়ানো যাবে। কিছুক্ষণ পরে তাঁরা পাথর ভেঙেও দেখান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আপাতত পাথুরে পৃষ্ঠে পাওয়া ফেরোম্যাঙ্গানিজ ভূত্বকের মধ্যে বসবাসকারী জীবাণুগুলি নিয়ে গবেষণা করছেন। আর এই গবেষণায় উঠে আসবে সেখানকার জীবজগৎ সম্পর্কিত তথ্য। এর থেকে সংরক্ষণ সংক্রান্ত ব্যবস্থাপনা বোঝা যাবে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মহাসমুদ্রের গভীরে গেলেন বিজ্ঞানীরা, দেখতে পেলেন ‘হলুদ ইটের রাস্তা’ ! বিস্ময়ে বিস্ফারিত হয়ে রইল তাঁদের চোখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল