১৩ বছরেই পালিয়ে বিয়ে, দু’বছর পর স্বামীর মৃত্যু, তারপর মুখ্যমন্ত্রীর স্ত্রী, চেনেন এই অভিনেত্রীকে?

Last Updated:
Radhika and Ex CM Kumaraswamy Uncommon Love Story : তিনি রাধিকা কুমারস্বামী। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। রূপালি পর্দায় তাঁর সাফল্যের গ্রাফ বরাবরই ঊর্ধমুখী। কিন্তু ব্যক্তিগত জীবন উত্থানপতনে ভরা। বারবার রক্তাক্ত হয়েছেন। ফের উঠে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনের প্রভাব পড়েছে তাঁর অভিনয়েও।
1/8
তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁর পদানত হল। জন্ম হল নতুন মহানায়িকার। তাঁর প্রথম ছবিই ছিল সুপার ডুপার হিট। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরপর কমার্সিয়াল ছবি পেয়েছেন। চুটিয়ে কাজ করেছেন। অভিনয় জীবনে পৌঁছেছেন সাফল্যের শিখরে।
তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁর পদানত হল। জন্ম হল নতুন মহানায়িকার। তাঁর প্রথম ছবিই ছিল সুপার ডুপার হিট। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরপর কমার্সিয়াল ছবি পেয়েছেন। চুটিয়ে কাজ করেছেন। অভিনয় জীবনে পৌঁছেছেন সাফল্যের শিখরে।
advertisement
2/8
তিনি রাধিকা কুমারস্বামী। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। রূপালি পর্দায় তাঁর সাফল্যের গ্রাফ বরাবরই ঊর্ধমুখী। কিন্তু ব্যক্তিগত জীবন উত্থানপতনে ভরা। বারবার রক্তাক্ত হয়েছেন। ফের উঠে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনের প্রভাব পড়েছে তাঁর অভিনয়েও।
তিনি রাধিকা কুমারস্বামী। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। রূপালি পর্দায় তাঁর সাফল্যের গ্রাফ বরাবরই ঊর্ধমুখী। কিন্তু ব্যক্তিগত জীবন উত্থানপতনে ভরা। বারবার রক্তাক্ত হয়েছেন। ফের উঠে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনের প্রভাব পড়েছে তাঁর অভিনয়েও।
advertisement
3/8
‘নিনাগাগি’। ২০০২ সালের বিজয় রাঘবেন্দ্রর সুপার ডুপার হিট ছবি। এই ছবির হাত ধরেই রূপালি পর্দায় পা রাখেন রাধিকা। নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। প্রশংসাও পেয়েছিলেন ব্যাপক। পুরো দক্ষিণ ভারতে সবার মুখে মুখে তখন রাধিকার নাম। পরের কয়েক বছরে শুধু কন্নড় নয়, তামিল এবং তেলেগু ছবিতেও অভিনয় করেন রাধিকা।
‘নিনাগাগি’। ২০০২ সালের বিজয় রাঘবেন্দ্রর সুপার ডুপার হিট ছবি। এই ছবির হাত ধরেই রূপালি পর্দায় পা রাখেন রাধিকা। নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। প্রশংসাও পেয়েছিলেন ব্যাপক। পুরো দক্ষিণ ভারতে সবার মুখে মুখে তখন রাধিকার নাম। পরের কয়েক বছরে শুধু কন্নড় নয়, তামিল এবং তেলেগু ছবিতেও অভিনয় করেন রাধিকা।
advertisement
4/8
‘মণি’, ‘উহ লা লা’, ‘হুডুগিগাগি’, ‘থাই ইলাদা থাব্বালি’, ‘মানে মাগলু’, ‘ইয়ারাকাই’, ‘অটো শংকর’, ‘তাভারিগে বা তাঙ্গি’, ‘হাটাভাড়ি’ এবং ‘উল্লা কাদাথাল’-এর মতো ছবির ব্যাপক পরিচিতি এনে দেয় রাধিকাকে। দক্ষিণ ভারতে আজও তাঁর অভিনয়ের প্রশংসা করেন সিনেপ্রেমীরা। অভিনয় জীবনে মোট ৩০টি ছবিতে কাজ করেছেন তিনি। অধিকাংশই সুপারহিট।
‘মণি’, ‘উহ লা লা’, ‘হুডুগিগাগি’, ‘থাই ইলাদা থাব্বালি’, ‘মানে মাগলু’, ‘ইয়ারাকাই’, ‘অটো শংকর’, ‘তাভারিগে বা তাঙ্গি’, ‘হাটাভাড়ি’ এবং ‘উল্লা কাদাথাল’-এর মতো ছবির ব্যাপক পরিচিতি এনে দেয় রাধিকাকে। দক্ষিণ ভারতে আজও তাঁর অভিনয়ের প্রশংসা করেন সিনেপ্রেমীরা। অভিনয় জীবনে মোট ৩০টি ছবিতে কাজ করেছেন তিনি। অধিকাংশই সুপারহিট।
advertisement
5/8
দক্ষিণে রাধিকা ‘কুট্টি রাধিকা’ নামেই পরিচিত। দুটো বিয়ে। মাত্র ১৩ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন রতন কুমার নামে এক ব্যবসায়ীকে। খুব গোপনে একটি মন্দিরে চার হাত এক হয় তাঁদের। কিন্তু বিয়ের ২ বছরের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রতনের। অভিনেত্রীর পরিবার অবশ্য এই বিয়ে মেনে নেয়নি। ২০০২ সালে রাধিকার বাবা মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেছিলেন।
দক্ষিণে রাধিকা ‘কুট্টি রাধিকা’ নামেই পরিচিত। দুটো বিয়ে। মাত্র ১৩ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন রতন কুমার নামে এক ব্যবসায়ীকে। খুব গোপনে একটি মন্দিরে চার হাত এক হয় তাঁদের। কিন্তু বিয়ের ২ বছরের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রতনের। অভিনেত্রীর পরিবার অবশ্য এই বিয়ে মেনে নেয়নি। ২০০২ সালে রাধিকার বাবা মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেছিলেন।
advertisement
6/8
২০০৭ সালে ফের বিয়ের পিঁড়িতে বসেন রাধিকা। এবার পাত্র দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামী। শোনা যায়, রাধিকার বাবা এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি চাননি মেয়ে কুমারস্বামীর সঙ্গে ঘর বাঁধুক। তবে বাবার আপত্তি উপেক্ষা করেই ছাতনাতলায় যান রাধিকা। অনেকদিন পর্যন্ত এই বিয়ের কথা গোপন রাখা হয়েছিল। রাধিকা বা কুমারস্বামী প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।
২০০৭ সালে ফের বিয়ের পিঁড়িতে বসেন রাধিকা। এবার পাত্র দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামী। শোনা যায়, রাধিকার বাবা এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি চাননি মেয়ে কুমারস্বামীর সঙ্গে ঘর বাঁধুক। তবে বাবার আপত্তি উপেক্ষা করেই ছাতনাতলায় যান রাধিকা। অনেকদিন পর্যন্ত এই বিয়ের কথা গোপন রাখা হয়েছিল। রাধিকা বা কুমারস্বামী প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।
advertisement
7/8
কুমারস্বামী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রীও হন। রাধিকা ও কুমারস্বামীর এক মেয়ে, নাম শামিকা। তবে এই বিয়ে বেশিদিন টেঁকেনি। ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। আলাদা হয়ে যান রাধিকা এবং কুমারস্বামী।
কুমারস্বামী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রীও হন। রাধিকা ও কুমারস্বামীর এক মেয়ে, নাম শামিকা। তবে এই বিয়ে বেশিদিন টেঁকেনি। ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। আলাদা হয়ে যান রাধিকা এবং কুমারস্বামী।
advertisement
8/8
দ্বিতীয় বিয়ের পর লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন রাধিকা। এখন ফের অভিনয় জগতে ফিরেছেন। ২০১২ সালে মেয়ের নামে প্রডাকশন হাউজ খোলেন। গত বছর ‘ভৈরদেবী’ ছবিতে অভিনয়ও করেছেন। রাধিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২৪ কোটি টাকা।
দ্বিতীয় বিয়ের পর লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন রাধিকা। এখন ফের অভিনয় জগতে ফিরেছেন। ২০১২ সালে মেয়ের নামে প্রডাকশন হাউজ খোলেন। গত বছর ‘ভৈরদেবী’ ছবিতে অভিনয়ও করেছেন। রাধিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২৪ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement