১৩ বছরেই পালিয়ে বিয়ে, দু’বছর পর স্বামীর মৃত্যু, তারপর মুখ্যমন্ত্রীর স্ত্রী, চেনেন এই অভিনেত্রীকে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Radhika and Ex CM Kumaraswamy Uncommon Love Story : তিনি রাধিকা কুমারস্বামী। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। রূপালি পর্দায় তাঁর সাফল্যের গ্রাফ বরাবরই ঊর্ধমুখী। কিন্তু ব্যক্তিগত জীবন উত্থানপতনে ভরা। বারবার রক্তাক্ত হয়েছেন। ফের উঠে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনের প্রভাব পড়েছে তাঁর অভিনয়েও।
advertisement
advertisement
advertisement
‘মণি’, ‘উহ লা লা’, ‘হুডুগিগাগি’, ‘থাই ইলাদা থাব্বালি’, ‘মানে মাগলু’, ‘ইয়ারাকাই’, ‘অটো শংকর’, ‘তাভারিগে বা তাঙ্গি’, ‘হাটাভাড়ি’ এবং ‘উল্লা কাদাথাল’-এর মতো ছবির ব্যাপক পরিচিতি এনে দেয় রাধিকাকে। দক্ষিণ ভারতে আজও তাঁর অভিনয়ের প্রশংসা করেন সিনেপ্রেমীরা। অভিনয় জীবনে মোট ৩০টি ছবিতে কাজ করেছেন তিনি। অধিকাংশই সুপারহিট।
advertisement
দক্ষিণে রাধিকা ‘কুট্টি রাধিকা’ নামেই পরিচিত। দুটো বিয়ে। মাত্র ১৩ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন রতন কুমার নামে এক ব্যবসায়ীকে। খুব গোপনে একটি মন্দিরে চার হাত এক হয় তাঁদের। কিন্তু বিয়ের ২ বছরের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রতনের। অভিনেত্রীর পরিবার অবশ্য এই বিয়ে মেনে নেয়নি। ২০০২ সালে রাধিকার বাবা মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেছিলেন।
advertisement
২০০৭ সালে ফের বিয়ের পিঁড়িতে বসেন রাধিকা। এবার পাত্র দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামী। শোনা যায়, রাধিকার বাবা এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি চাননি মেয়ে কুমারস্বামীর সঙ্গে ঘর বাঁধুক। তবে বাবার আপত্তি উপেক্ষা করেই ছাতনাতলায় যান রাধিকা। অনেকদিন পর্যন্ত এই বিয়ের কথা গোপন রাখা হয়েছিল। রাধিকা বা কুমারস্বামী প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।
advertisement
advertisement