TRENDING:

Man Eating Stones: লোকজনের দুঃখ কষ্ট লাঘব করতে গত ১২ বছর ধরে পাথর খেয়ে চলেছেন তিনি!

Last Updated:

Man Eating Stones: পাথর গিলে খেলেও তিনি আহত হন না৷ পাথর গিলে ফেলার পরও অন্য কিছু তাঁকে খেতে হয় না৷ তাঁর যকৃৎ ভর্তি পাথরে, যেগুলি সহজেই পরিপাক হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক অভাবনীয় কারণে খবরের শীর্ষে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) যশপুর জেলার বাসিন্দা সন্তোষ লাকড়া৷ তাঁর দাবি, স্বর্গীয় প্রার্থনায় তিনি লোকজনের দুঃখ, কষ্ট, অসুখ, যন্ত্রণা লাঘব করতে পারেন৷ ঘরে বসে প্রার্থনা করে তিনি সকলের দুঃখ কষ্ট দূর করেন৷ তাঁর দাবি, তিনি শারীরিক ও মানসিক কষ্ট লাঘব করেন৷
advertisement

তিনি হাঁটু মুড়ে প্রার্থনায় বসেন৷ সে সময় তাঁর হাঁটুর নীচে একটি করে পাথর রাখেন৷ প্রার্থনা অনুসরণ করে সন্তোষ দাবি করেন তিনি মানুষের দুঃখ ও কষ্ট লাঘব করেন৷ তার পর সন্তোষ পাথরের টুকরো গিলে ফেলেন৷ তাঁর বিশ্বাস, এই ক্ষমতা স্বার্গীয় আশীর্বাদধন্য৷ তাই পাথর গিলে খেলেও তিনি আহত হন না৷ পাথর গিলে ফেলার পরও অন্য কিছু তাঁকে খেতে হয় না৷ তাঁর যকৃৎ ভর্তি পাথরে, যেগুলি সহজেই পরিপাক হয়ে যায়৷

advertisement

আরও পড়ুন : এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে

সন্তোষের দাবি, গত ১২ বছর ধরে ক্রমাগত পাথর খেয়ে চলেছেন তিনি৷ স্থানীয় বাসিন্দা তথা তাঁর আত্মীয় পরিজনও এই ক্ষমতায় মুগ্ধ ও বিস্মিত৷ তাঁর দাবি, এর আগে কাউকে এভাবে পাথর খেতে দেখেননি তিনি৷ তাঁর এই অভ্যাসে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন পরিজনরা৷

advertisement

আরও পড়ুন :  কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার মনের গোপন কথা

আরও পড়ুন : এর মধ্যে কোনটা আপনার চুল পড়ে যাওয়ার জন্য দায়ী? এখনই সতর্ক হোন

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সন্তোষের স্ত্রী আলিশা লাকড়ার দাবি, এখনও অবধি তাঁর স্বামী কয়েক হাজার পাথর খেয়েছেন৷ তাঁর স্বাস্থ্যের কোনও সমস্যাও নেই৷ যেতে হয়নি চিকিৎসকের কাছেও৷ তাঁর এই ক্ষমতায় বিস্মিত চিকিৎসরাও৷ তবে ক্রমাগত পাথর ভক্ষণে জটিল সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে৷ অবসরপ্রাপ্ত সিএমএইচও সিডি বখালার মত, প্রশাসনের উচিত এই রীতি বন্ধ করা৷ কারণ সন্তোষকে অনুকরণ করতে গিয়ে আরও অন্য কেউ নিজেকে বিপদে ফেলতে পারেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man Eating Stones: লোকজনের দুঃখ কষ্ট লাঘব করতে গত ১২ বছর ধরে পাথর খেয়ে চলেছেন তিনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল