এই রিজ শব্দটাই হয়ে গেল ২০২৩ সালের সেরা। বেছে দিল অক্সফোর্ড। রিজ বা Rizz শব্দটির মানে অনেকেরই এখনও অজানা হয়তো! আসলে এই শব্দটি মূলত ব্যবহার করা হয় প্রেমের সম্পর্কের ক্ষেত্রে।
রিজ বা Rizz শব্দটির অর্থ আকর্ষণের ক্ষমতা। প্রেমের সম্পর্কে সঙ্গী বা সঙ্গীনিকে আকর্ষণের যে মোহ, সেটাকেই এক কথায় বলা হয় রিজ। অক্সফোর্ড-এর তরফে এই শব্দটিকে বছরের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- ১৫০ টাকায় হুডি, ২০০ টাকায় জ্যাকেট; কোথায় মিলছে শীতপোশাকে এমন চমৎকার অফার?
অক্সফোর্ডের তরফে জানানো হয়েছে, সোস্যাল মিডিয়ার যুগে এখন অনেক শব্দই ছোট হচ্ছে। আবার বহু নতুন শব্দ শোনা যাচ্ছে প্রায়শই। রিজ- এই ছোট্ট শব্দটির প্রভাব অনেক বেশি। প্রেমের সম্পর্কে এই একটা শব্দের উপর অনেক কিছুই নির্ভর করে।
আরও পড়ুন- রাজা তো আম, বলুন তো ফলের ‘রানী’ কে…? প্রশ্ন শুনেই মাথা চুলকাচ্ছেন ৯৯%
৩২ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে রিজ শব্দটি। শব্দটির মাধ্যমে আসলে বোঝানো হয়, অন্য কাউকে মুগ্ধ করার ক্ষমতা কারও কতটা! জনপ্রিয় অভিনেতার মুখে সেই শব্দ শুনে অনেকেই তার মানে খুঁজতে নেমেছিলেন।