Knowledge Story: রাজা তো আম, বলুন তো ফলের 'রানী' কে...? প্রশ্ন শুনেই মাথা চুলকাচ্ছেন ৯৯%! আপনি জানেন 'ঠিক' উত্তরটা?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: মিষ্টি রসালো আম ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু ফলের একজন রাজা থাকলে অবশ্যই ফলের রানীও থাকবে, তাই না? আর সেই রানীর নামই 'ম্যাঙ্গোস্টিন'।
advertisement
অনেকেই হয়তো জানেন না কিন্তু 'ম্যাঙ্গোস্টিন' নামের গাব জাতীয় ফলকেই বলা হয় ফলের রানী। প্রধানত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে পাওয়া যায় এই ফলটি। এই ফলটি স্বাদের দিক থেকে কিছুটা মিষ্টি, টক, রসালো এবং কিছুটা আঁশযুক্ত হয়ে থাকে। যা এককথায় "চমৎকার এবং সুস্বাদু"।
advertisement
ম্যাঙ্গোস্টিন গাছগুলি ১০০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে এবং শুধুমাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পায়। ফল আসতে গাছটি সাত থেকে নয় বছর পর্যন্ত সময় নিতে পারে এবং সেরা ফসলের জন্য আপনাকে দশ থেকে বিশ বছর অপেক্ষা করতে হবে। এই ফলের বৈজ্ঞানিক নাম Garcinia mangostana।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement