সিউড়ির বসাক বাড়ির পুজোর নাটদালানে বাংলাদেশের হাওয়া। পুজোয় থাকবে ওপার বাংলার আবেগ। এই বাড়িতেই দশভূজার সঙ্গে এক আসনেই পূজিত হন দেবী মনসা। এ বাড়ির পুজোর গায়ে বাংলার প্রাণের সুর। পদ্মার ঢেউ। দেশভাগের ইতিহাস। এ পুজোর গায়ে ওপার বাংলার গন্ধ। বীরভূমের সিউড়ির মালিপাড়ার বসাক বাড়ির পুজোয় সেই আবেগ, আন্তরিকতা।
আরও পড়ুন: ঠাকুরদালানে তৈরি হচ্ছে প্রতিমা! পুজোর রঙে সেজে উঠেছে মহিষাদল রাজবাড়ি
advertisement
ঢাকার ধামরাই গ্রাম থেকে বীরভূমের সিউড়ি। বাংলাদেশের দশভূজা এখন বসাক বাড়ির নাটমন্দিরেই অধিষ্টিত। মায়ের সঙ্গে একই বেদীতে থাকবেন মা মনসা। পঞ্চমিতে হয় মনসা পুজো। ষষ্ঠিতে মায়ের বোধন।
আরও পড়ুন: 'শোলার গ্রাম' বনকাপিসি! দশভূজার রূপসজ্জা নিয়ে প্রস্তুতি তুঙ্গে মঙ্গলকোটে
প্রসঙ্গত, সিউড়িতে আশ্রয় নিয়েই তারা তৈরি করেন দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির তৈরি হয় হুবহু ধামরাই গ্রামের দুর্গা মন্দিরের আদলে। একই রকম বেদি এবং সামনে নাটমন্দির রাখা হয়।