Durga Puja 2022 || ঠাকুরদালানে তৈরি হচ্ছে প্রতিমা! পুজোর রঙে সেজে উঠেছে মহিষাদল রাজবাড়ি

Last Updated:

Durga Puja 2022 : আগমনী বন্দনার প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে রাজবাড়িতে

#মহিষাদল: ঐতিহ্য আছে। সঙ্গে বনেদিয়ানাও। পড়তি হলেও, আড়ম্বরহীন নয়। যেন ছাই চাপা আগুন। আসলে..নীল রক্তের তেজ যাবে কোথায়? যে হাতে নারী বাহিনী গড়ে বর্গিদের রুখেছিলেন রানি জানকী....সেই হাত ধরেই উমা এসেছিলেন মহিষাদল রাজবাড়িতে। প্রায় আড়াইশো বছর আগে। রাজবাড়ির দুর্গাপুজোয় আজও ঐতিহ্যই শেষ কথা। নেই সেই রাজদম্ভ...নেই অস্ত্রের ঝনঝনানি...
মহিষাদল রাজবাড়ি যেন একটা আস্ত ইতিহাসের বই। রাজবাড়ির প্রতি পাতায় ইতিহাস। রাজাদের গল্পকথা। আগমনী বন্দনার প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে রাজবাড়িতে।
রাজবাড়ির ঠাকুরদালানে চলছে প্রতিমা গড়ার কাজ। উল্টোরথেই খড়ের কাঠামোয় পড়ে মাটির প্রলেপ। মাটির ঠাকুরেই তখন প্রাণের স্পন্দন আসবে। মাটির পুজোয় মন ঢেলে দেন রাজবাড়ির প্রতিমাশিল্পী গোপাল চন্দ্র ভুঁইয়া।
advertisement
advertisement
মহিষাদল রাজ পরিবারে দুর্গাপূজা হয় দশদিনের। নবমী পর্যন্ত পুজো এবং দশদিনের দিন বিসর্জন।প্রতিপদে পুজো শুরু। দশমিতে বিসর্জন। দশদিনের পুজো। এবারেও সেই রীতি মেনেই পুজো প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। রাজবাড়িতে এখন পুজোর রঙ।
advertisement
প্রসঙ্গত, রাজবাড়ির আটচালার সামনে দুর্গামণ্ডপে পুজোর আয়োজন হয়। প্রতিপদ থেকে চণ্ডীমঙ্গল। প্রাচীন রীতিনীতি মেনে পুজো নির্ঘণ্ট। আগে যাত্রার আসর বসত নাটমন্দিরে। চিকের আড়াল থেকে দেখতেন মহিলারা। যাত্রা এখনও হয়। বসে পালা কীর্তনের আসরও। স্বাধীনতার পর থেকে বন্ধ বলি। আগে আট মণ চালের ভোগ হত...এখন হয় আট কেজি চালে...অষ্টমীতে।কামানটা আজও আছে। তবে তোপধ্বনি হয় না....বাজির শব্দেই এখন হয় সন্ধিপুজো...গেঁওখালির কাছে রূপনারায়ণে দুই নৌকায় বিসর্জনও আজ অতীত....বিসর্জনের পথে শোভাযাত্রায় বন্দুক হাতে পেয়াদারাও নেই.....রাজবাড়ির নিজস্ব দিঘিতেই এখন হয়বিসর্জন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja 2022 || ঠাকুরদালানে তৈরি হচ্ছে প্রতিমা! পুজোর রঙে সেজে উঠেছে মহিষাদল রাজবাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement