আরও পড়ুন- মৃত্যুর ঠিক আগেই ‘মলত্যাগ’ করে মানুষ, কেন জানেন…? চমকপ্রদ ‘সত্যিটা’ জানলে মাথা ঘুরে যাবে!
যে কোনও সুখবর বা শুভ মুহূর্ত, এ দেশে মিষ্টিমুখ না করিয়ে কেউ ছাড়েন না। জন্মদিন হোক বা বিয়ে, শ্রাদ্ধভোজ হোক বা দীর্ঘদিন পর কারও বাড়িতে যাওয়া—মিষ্টি এমন এক জিনিস, যা প্রতিটি অনুষ্ঠানে অপরিহার্য। ভারতে বড় কোনও আয়োজনে সাধারণত মিষ্টি বিক্রেতা বা বাবুর্চিদের ডেকে খাবারের ব্যবস্থা করা হয়। আগেকার দিনে মিষ্টি বিক্রেতারা তাঁদের সুনামের বিষয়ে সচেতন ছিলেন। কোনও অনুষ্ঠানের খাবারে সামান্যতম ত্রুটি হলে, তাঁরা সেটাকে নিজেদের অপমান মনে করতেন। কিন্তু এখন সময় বদলেছে, মিষ্টি বিক্রেতারা সুনামের চেয়ে লাভের দিকেই বেশি নজর দিচ্ছেন।
advertisement
সময় বদলের সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটনার কথা সামনে আসছে, যা দেখে কেউ বাইরের ক্যাটারিং নেওয়ার সাহসই করবে না। এই বাবুর্চিরা এখন খাবারে থুথু ফেলা তো বটেই, এমনকি তাতে প্রস্রাব করতেও পিছপা হচ্ছেন না! সবচেয়ে অবাক করা বিষয় হল, তাঁরা নিজেদের এই জঘন্য কাজের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন।
সম্প্রতি এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যায়, এক মিষ্টি বিক্রেতা গুলাব জামুনের হাঁড়ির মধ্যে প্রস্রাব করছেন! বিশাল এক হাঁড়িতে গরম গরম গুলাব জামুন রাখা ছিল, আর এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে হাঁড়ির ভেতরে প্রস্রাব করছেন। তাঁর পাশে থাকা এক সহযোগী এই পুরো ঘটনার ভিডিও করছিলেন।
আরও পড়ুন- কুকুর কেন মানুষকে চেটে দেয়? শুধুই কি ‘ভালবাসা’র প্রকাশ? আসল কারণ আপনাকে হতবাক করতে পারে!
আরও পড়ুন- ‘ধনকে দেখিলু…মনকে চিনলু নাই’ ভাইরাল গানের ‘নায়ক’ এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য
ভিডিওটি শেয়ার হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায় এবং মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকে। কেন ওই ব্যক্তি এমন জঘন্য কাজ করলেন, তা বোঝা না গেলেও, এটা স্পষ্ট যে তাঁর মানসিক অবস্থা সুস্থ নয়। একজন স্বাভাবিক মানুষ কখনোই এমন কাজ করতে পারে না।
অনেকেই মন্তব্যে লিখেছেন যে, “এ ধরনের লোকদের উচিত প্রকাশ্যে শাস্তি দেওয়া। তাঁদের জন্যই অন্য মিষ্টি বিক্রেতাদের প্রতিও মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে।” তবে অনেকে এটাকে জাল ভিডিও বলেও দাবি করেছেন। তাঁদের মতে, ওই ব্যক্তি “বাস্তবে প্রস্রাব করেননি, বরং জলের বোতল থেকে জল ফেলে এমনটা অভিনয় করেছেন, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য।”
Disclaimer: এই প্রতিবেদনটি ভাইরাল কন্টেন্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে। News18 এর সত্যতা নিশ্চিত করেনি।