সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! আর এই ছবিটাই বলে দেবে স্বভাব-চরিত্রের গোপন দিক। ছবিটিতে প্রথমেই কেউ কেউ দেখছেন রাশি রাশি বই। আবার অনেকেই দেখছেন একজন চশমা পরিহিত মানুষের মুখ। আসলে বইগুলি একের পর এক সাজিয়ে এক বৃদ্ধের মুখের অবয়ব তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে, বৃদ্ধের লম্বা দাড়ি এবং চোখে গোল ফ্রেমের চশমা। নেটিজেনরা প্রথমে কোনটা দেখছেন, সেটার উপর নির্ভর করবে তাঁদের চরিত্রের দোষ-গুণ!
advertisement
আরও পড়ুন- আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী
আরও পড়ুন- ভিন রাজ্যে কাজ করাই জীবনের কাল, চরম ‘সর্বনাশ’ হয়ে গেল শ্রমিকের
ছবিটিতে যাঁরা প্রথমে বই দেখতে পাচ্ছেন, তাঁরা সমাজের সবথেকে বিচক্ষণ মানুষ। এই ধরনের মানুষেরা সাধারণত যুক্তি-বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করে। আর যে কোনও সমস্যার সমাধানের জন্য তাঁরা সেরা উপায়টাই খুঁজে বার করেন। তবে সমস্যা সমাধানের ক্ষেত্রে কখনওই এঁরা আবেগকে প্রাধান্য দেন না। আবার যাঁরা বৃদ্ধ মানুষের মুখ প্রথম দেখছেন, তাঁরা আসলে রসিক এবং আমুদে প্রকৃতির মানুষ। যে কোনও আড্ডা-আসর জমিয়ে দিতে তাঁদের জুড়ি মেলা ভার! এই মানুষগুলির এনার্জির প্রশংসা করেন অন্যরা। আর সবথেকে বড় কথা হল, তাঁরা সব সময় নিজেদের মনের কথা শুনে চলতেই ভালবাসেন।