TRENDING:

Optical Illusion: এই কালো দাগগুলির পিছনে রয়েছে বিড়ালের মুখ, মাথা ঝাঁকালে তবেই ধরা দেবে চোখে!

Last Updated:

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দৃষ্টিবিভ্রমকারী একটি নকশা (Optical Illusion)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম হল আদতে আলোর খেলা (Optical Illusion)। এই আলোর খেলা আমাদের মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা জানালেন, এই দৃষ্টিভ্রম আমাদের মস্তিষ্কে ঠিক কী ভাবে প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দৃষ্টিবিভ্রমকারী একটি নকশা (Optical Illusion)।
Optical Illusion
Optical Illusion
advertisement

নার্ভের চিকিৎসার বিশেষজ্ঞরা বলেন, আমাদের মস্কিষ্কে যে অপূর্ণ বাস্তবতার নকশা তৈরি হয় তাই-ই হল অপটিকাল ইলিউশন (Optical Illusion)। ইদানীং ইন্টারনেটে এমন দৃষ্টিভ্রমকারী ছবি বেশ জনপ্রিয় হয়েছে। এবং সোশ্যাল ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত ছবির ভিতর থেকে কিছু একটা খুঁজে বের করার প্রয়াস অনেকেরই ভালো লাগছে। একটা চ্যালেঞ্জ হিসেবেও নিয়ে থাকেন অনেকে।

advertisement

আরও পড়ুন: আজকাল অনেক কিছুই বেমালুম ভুলে যাচ্ছেন? কী করবেন জানুন...

আরও পড়ুন: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!

advertisement

তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই কালো দাগের ছবিটি। বহু দর্শক এই ছবির মধ্যে কিছুই খুঁজে পাচ্ছেন না। আবার অনেকেই এতে পেয়েছেন বিড়ালের মুখ। ডক্টর মাইকেল ডিকিনসন নামে এক ব্যক্তি ট্যুইটারে শেয়ার করেছিলেন এই ছবিটি। এবং সেখানে ক্যাপশনে লিখেছিলেন, 'মাথা ঝাঁকালে তবেই এই দৃষ্টিভ্রমকারী খুঁজে পাওয়া যাবে।' তার সঙ্গে একটি প্রাণখোলা হাসির ইমোজি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

অর্থাৎ, উত্তরটা সহজ। আপনি যদি এই ছবির সামনে মাথা ঝাঁকান তবে সত্যিই বিড়ালের মুখের ক্লোজ আপ খুঁজে পাবেন। আর এমনিই ছবির দিকে তাকিয়ে থাকলে বিড়াল খুঁজে পাওয়া যাবে না। তবে মাথা ঘোরানো বা মাথাব্যথার সমস্যা থাকলে এই কাজ না করাই ভালো। এতে হিতে বিপরীত হতে পারে। মাথা ঝাঁকালেই আলো খেলায় বিড়ালের মুখের অবয়ব ফুটে উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: এই কালো দাগগুলির পিছনে রয়েছে বিড়ালের মুখ, মাথা ঝাঁকালে তবেই ধরা দেবে চোখে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল