আরও পড়ুন- যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নেতা! কে এই ঋষি সুনক?
এই ছবিটি আসলে পোস্ট করা হয়েছে রেডিট নামক ওয়েবসাইটে। পোস্ট করেছেন একজন ইরানিয়ান জিনিয়াস নামে ব্যবহারকারী। প্রথমবার আপনার ছবিটি দেখে মনে হতে পারে, এই চেয়ারটি রয়েছে সামনের দিকে মুখ করা। অর্থাৎ ক্যামেরার দিকে রয়েছে এই চেয়ারটি। কিন্ত তা আসল তথ্য নয়। আপনার মগজে একটি দৃষ্টিভ্রম তৈরি করছে এই ছবিটি।
advertisement
আসল তথ্য হল, এটি একটি জিআইএফ ছবি। যেটি প্রাথমিক ভাবে শেয়ার করা হয়েছিল ইউটিউবে। দেখা যাচ্ছে যে চেয়ারটি আসলে ক্যামেরার দিকে মুখ করে থাকছে না। চেয়ারটি রয়েছে ডানদিকে মুখ করে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, একজন এসে চেয়ারে বসছেন, আর বসলেই বোঝা যাচ্ছে, চেয়ারটি কোন দিকে মুখ করা আছে। সেই কারণে ভিডিওটি দেখলে আপনার কাছে স্পষ্ট হবে।
advertisement
Location :
First Published :
July 07, 2022 6:00 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Images: চেয়ারের মুখ কোন দিকে, এই ছবি দেখে উদ্ধার না করতে পারলে দেখুন ভিডিওটি