TRENDING:

Mother saves Son: কুর্নিশ মা, ৬ বছরের ছেলেকে বাঁচাতে leopard- র পিছনে এক কিলোমিটার ছুটলেন মা, তারপর...

Last Updated:

মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল ছেলেকে (Mother saves Son)৷ একটি চিতাবাঘ (Leopard) ৬ বছরের ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল ছেলেকে (Mother saves Son)৷ একটি চিতাবাঘ (Leopard) ৬ বছরের ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল৷ মা টের পেয়ে সেই চিতাবাঘের (leopard) পিছনে এক কিলোমিটার অবধি ধাওয়া করেন৷ তারপর চিতাবাঘের থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে ফিরে আসে মা (Brave Mother)৷ কিন্তু চিতাবাঘের সঙ্গে মারাত্মক সংঘাতে ঘায়েল হয়ে গেছে মা ও সন্তান দুজনেই৷ তাঁরা এখন কুসমী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
Mother kiran bega saved 6 year old son from leopard jaw - Photo Courtesy- video grab
Mother kiran bega saved 6 year old son from leopard jaw - Photo Courtesy- video grab
advertisement

কুসমী ব্লকের সঞ্জয় টাইগার বাফার জোনে ২৮ নভেম্বর ঘটেছে৷ এই বাফার জোনে টমসার রেঞ্জের বাড়িঝারিয়া গ্রামে চারদিক জঙ্গলে ঘেরা আবার পাহাড়ি এলাকাও রয়েছে৷ রবিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা সাতটার সময় কিরণ বেগা নিজের বাচ্চার সঙ্গে কাজ করছিলেন৷ তাঁর স্বামী শঙ্কর বেগা কোনও কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন৷ কিরণের কোলে শিশু বসেছিল৷ এই সময় পিছন থেকে চিতাবাঘটি (leopard) আসে তখন কিরণের পাশে বসা শিশুটিকে তুলে নিয়ে যায়৷

advertisement

আরও পড়ুন - Virat Kohli Dating: একাধিক Hot Girl Friend-র সঙ্গে বিরাটের ডেটিং, তাদের কিসে টেক্কা দিলেন Anushka Sharma

মা নিজের বয়ানেই জানিয়েছেন ঠিক কীভাবে তিনি শিশুটিকে বাঁচিয়েছেন (Mother Saves son)৷ দেখে নিন সেই ভিডিও৷

এই ঘটনার  পর  কিরণ মিডিয়ায় বলেন তিনি চিতাবাঘটিকে (Leoprad) দেখতে পেয়েছিলেন বাচ্চাটিকে উঠিয়ে নেওয়ার সময়৷  উনি দ্রুত ওই চিতাবাঘটির পিছনে দৌড়তে থাকেন৷ প্রায় ১ কিলোমিটার অবধি তিনি ওই  চিতাবাঘের পিছু করেন৷   তিনি দেখতে পান তাঁর ৬ বছরের ছেলেকে চিতাবাঘটি নিজের থাবায় ধরে নিয়েছে৷ এইটা দেখে তিনি ডান্ডা ও অন্য জিনিস দিয়ে চিতাটিকে মারতে থাকেন৷ ধীরে ধীরে বাচ্চাটিকে চিতাবাঘ ছাড়তে শুরু করে (mother saves son)৷ এরপর চিতাবাঘটি মহিলাটিকে আক্রমণ করে৷ মহিলা তার থাবা নিজের হাত দিয়ে ঠেলে ফেলে দেয় (Brave mother)৷ এই চিৎকার শুনে গ্রামের অন্য লোকরা সকলে ছুটে আসে, আর চিতাবাঘটি দৌড়ে ফের জঙ্গলে ঢুকে যায়৷

advertisement

আরও পড়ুন - Slim Body: Anushka Sharma-র মতো স্লিম বডি পেতে চান? জেনে নিন নায়িকার ব্রেকফাস্টের পাতে কী থাকে!

সমস্ত আহতদের চিকিৎসা জারি

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বাচ্চাটিকে বাঁচানোর পর মহিলা অজ্ঞান হয়ে যা৷ ঘটনার বিষয়ে সঞ্জয় টাইগার রিজার্ভকে জানানো হয়৷ বন বিভাগ টমসার রেঞ্জের দল দ্রুত পাঠিয়ে দেয়৷ সমস্ত আহতদের চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠানো হয়৷ চিতাবাঘের হামলায় শিশু  ও শিশুর বাবা শঙ্কর বেগার গলায়, পিঠে, বাঁ চোখে ক্ষতি হয়েছে৷ অন্যদিকে কিরণের শরীরে নখের দাগ রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mother saves Son: কুর্নিশ মা, ৬ বছরের ছেলেকে বাঁচাতে leopard- র পিছনে এক কিলোমিটার ছুটলেন মা, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল