নদিয়া জেলার চাকদহের খেদাইতলার মনসা ঠাকুরের মেলা বহু প্রাচীন এবং অত্যন্ত জনপ্রিয়। এ বছর চাকদহের জনপ্রিয় খেদাই তলার মেলা ৩১৯ বছরে পদার্পণ করল। গত দু'বছর করোনা মহামারীর কারণে মেলা বন্ধ রাখা হয়েছিল বলে জানান মেলার কর্তৃপক্ষ। তবে এ বছর পরিস্থিতির স্বাভাবিক হতেই আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে চাকদহের খেদাই তলার মনসা ঠাকুরের মেলা।
advertisement
আরও পড়ুন: ১০ বছর ধরে চাকরি করলেও কেউ চেনেনই না! বিস্ফোরক দাবি সুকন্যার সহকর্মীদের
এ বছর মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মেলা কর্তৃপক্ষ। মেলার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে স্যানিটাইজার। মেলায় আগত প্রত্যেক দর্শনার্থীকে হাত স্যানিটাইস করার জন্য অনুরোধ করা হচ্ছে মেলার আয়োজকদের থেকে। এ ছাড়াও মেলার মধ্যে রয়েছে একটি মেডিক্যাল টিম যাতে মেলায় আগত কোনও মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তাকে প্রাথমিক চিকিৎসা করানো যেতে পারে।
আরও পড়ুন: 'মেয়ে টেট পরীক্ষা পাস করেছে? সাংবাদিকদের প্রশ্নে মাথা নাড়িয়ে সম্মতি 'কনফিডেন্ট' কেষ্টর
প্রশাসনের ভূমিকাও মেলায় তৎপর মেলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পরেই পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য নিতে পারবে। এবং মেলায় করা হয়েছে একটি অনুসন্ধান মঞ্চ যেখানে মেলায় আগত কেউ হারিয়ে গেলে সে তার নিজের লোককে অনুসন্ধান মঞ্চের মাধ্যমে খোঁজ নিতে পারবেন। গত দু'বছর মেলা বন্ধ থাকার কারণে এ বছর প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে মেলায় বলে জানালেন মেলা কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত দুবছর সেই অর্থে জাঁকজমকভাবে কোনও আচার অনুষ্ঠান, পূজার্চনা করা হয়নি। হয়নি একাধিক জায়গায় বিভিন্ন জনপ্রিয় মেলাও। গত দু'বছর পর আবারও একে একে শুরু হয়েছে জেলার জনপ্রিয় মেলা ও অনুষ্ঠান। তার ফলে খুশি সমগ্র নদিয়া জেলাবাসী।
Mainak Debnath