TRENDING:

Kharkiv Zoo Kangaroos: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের, নেটিজেনদের কুর্নিশ খারকিভের বাসিন্দাকে

Last Updated:

Kharkiv Zoo Kangaroos: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে তিনি উদ্ধার করেছেন আটটি ক্যাঙারুকে৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর সাহস ও মানবিকতায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine war) যুদ্ধ ছাপিয়ে গিয়েছে এক মাস৷ তাদের কাছে যে টুকু সম্বল আছে, তাই নিয়েই প্রাণপণে প্রতিরোধ তৈরি করেছে ইউক্রেন৷ শুধু সেনাবাহিনী নয়, নাগরিকরাও সামিল যুদ্ধে৷ কঠিন সময়ে বীরত্ব এবং সাহসের অভাব দেখা যায়নি ইউক্রেনীয়দের তরফে৷ যুদ্ধ পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করছেন ইউক্রেনবাসী৷ সম্প্রতি বিভিন্ন ইউক্রেনবাসীর কাজ ভাইরাল হয়েছে৷ তাঁদের মধ্যে একজন খারকিভের বাসিন্দা৷ প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে তিনি উদ্ধার করেছেন আটটি ক্যাঙারুকে৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর সাহস ও মানবিকতায়৷
Kharkiv Zoo Kangaroos
Kharkiv Zoo Kangaroos
advertisement

আরও পড়ুন : এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে

রুশ আক্রমণে আগুনের গ্রাসে জ্বলতে থাকে খারকিভের (Kharkiv War) ফেলম্যান ইকোপার্ক জু৷ বিপন্ন হয়ে পড়ে চিড়িয়াখানার আটটি ক্যাঙারু৷ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে ওই ব্যক্তি আটটি ক্যাঙারুকে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার করে এনে তাঁর ভ্যানে রাখছেন৷ এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল৷ রুশ বাহিনীর তরফে ক্রমাগত বোমাবর্ষণে চিড়িয়াখানাটি অসুরক্ষিত হয়ে পড়েছে পশুপ্রাণীদের কাছে৷

advertisement

আরও পড়ুন : কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার মনের গোপন কথা

advertisement

আরও পড়ুন : মর্নিং সিকনেসে কষ্ট পাচ্ছেন? অন্তঃসত্ত্বাদের সমস্যামুক্তির জন্য একগুচ্ছ টোটকা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খারকিভের ফেলম্যান ইকোপার্ক জু৷ জানানো হয়েছে চিড়িয়াখানায় উদ্ধারপর্ব চলছে বিপন্ন পশুপ্রাণীদের উদ্ধার করার জন্য৷ গত দু’দিন ধরে চিড়িয়াখানা থেকে ক্যাঙারুদের সরানো হচ্ছে বলে জানানো হয়েছে৷ তারা সব নিরাপদেই আছে৷ রুশবাহিনীর ক্রমাগত শেলবর্ষণে বিপন্ন প্রাণীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য নাগরিক স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ তাঁদের মধ্যে অনেকেই অর্থ দিয়েও সাহায্য করেছেন পশুপ্রাণীদের নিরাপদ আস্তানায় স্থানান্তরপর্বে৷ চিড়িয়াখানায় ২০০০-এর বেশি পশুপ্রাণী ছিল৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে খারকিভের অন্যতম আকর্ষণ ছিল এই পশুশালা৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kharkiv Zoo Kangaroos: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের, নেটিজেনদের কুর্নিশ খারকিভের বাসিন্দাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল