TRENDING:

বাড়ি সাজাতে গিয়ে কেবল পর্দার জন্য ২.৫ কোটি টাকা খরচা করলেন এই ব্যক্তি

Last Updated:

বাংলোর একটি প্রাইভেট এন্ট্রান্স ও গার্ডেন রয়েছে ৷ এছাড়াও রয়েছে বড় গ্যারেজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সকলেই নিজের বাড়িকে আরও সুন্দর আরও বিলাসবহুল করে তুলতে চান ৷ যার যেমন সামর্থ্য তিনি সেই ভাবেই নিজের বাড়িকে সাজিয়ে তোলেন ৷ কেউ নিজের বাড়িতে স্যুইমিং পুল বানাতে চান তো কেউ বার বানাতে চান ৷ কিন্তু এরকম অনেকেই রয়েছেন যারা অত্যন্ত আশ্চর্য জিনিস দিয়ে নিজের বাড়ি সাজাতে চান ৷ এরকমই এক ব্যক্তি বেশ কয়েকদিন ধরে চর্চার বিষয় হয়ে উঠেছেন ৷ এই ব্যক্তি বাড়ির জানলার পর্দার পিছনে পুরো আড়াই কোটি (Curtains Worth 2.50 Crore Rupees) টাকা খরচ করে ফেলেছেন ৷
advertisement

আরও পড়ুন: কৃষকদের অ্যাকাউন্টে এই দিন ক্রেডিট হবে যোজনার টাকা, শীঘ্রই আপডেট করুন এই তথ্য

বিলাসবহুল এই বাংলোটি বিক্রি করতে চলেছেন বাড়ির মালিক ৷ তবে এস্টেট এজেন্ট জানিয়েছেন, এই প্রোপার্টি বিক্রি করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে ৷ বাংলোর মোট দাম ৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ৪২ কোটি ৮১ লক্ষ টাকা ৷ বাংলোটি ৯ হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি ৷ বাংলোর একটি প্রাইভেট এন্ট্রান্স ও গার্ডেন রয়েছে ৷ এছাড়াও রয়েছে বড় গ্যারেজ ৷ বাইরে থেকে বাংলোটি যত সুন্দর দেখে ভিতরটা তার চেয়েও বেশি আকর্ষণীয় ৷

advertisement

আরও পড়ুন: সস্তায় ঋণ পেতে এই কৌশল নিচ্ছেন গ্রাহকরা, আপনিও সুবিধা পেতে পারেন!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাড়ির ভিতরের ইন্টিরিয়ার অত্যন্ত সুন্দর  ৷ ভিতরে ঢুকে দেখলেই বোঝা যাবে যে কার্পেট ও পর্দার পিছনে জলের মতো টাকা খরচ করা হয়েছে ৷ বাড়ির পর্দার দাম আড়াই কোটি শুনে অনেকেই বিস্মিত ৷ রান্নাঘরের মার্বেলের উপরে চোখ ধাঁধানো কারুকার্জ করা রয়েছে ৷ এছাড়া ডাইনিং হলে রয়েছে প্রাইভেট পুল ৷ বাড়িতে একটি প্রাইভেট হোম থিয়েটার এবং সাদা রঙের দামি সোফা রয়েছে ৷ ঘরের সমস্ত ফার্ণিচারই ব্র্যান্ডেড ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাড়ি সাজাতে গিয়ে কেবল পর্দার জন্য ২.৫ কোটি টাকা খরচা করলেন এই ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল