সেটা প্রথমে চোখে পড়ে সাফাই বিভাগের সঙ্গে যুক্ত এক ব্যক্তির৷ কাজ করতে করতে তার চোখে পড়ে প্লাস্টিক ও কম্বলে মোড়ানো একটা কিছু পড়ে আছে শাহ আলম এলাকায় মোটর সাইকেলের দোকানের পিছনে৷ তাঁর সন্দেহ হয় ওটা আসলে কোনও মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ ঘিরে ফেলা হয় পুরো এলাকা৷
advertisement
জানা গিয়েছে, ওই ‘দেহ’-টি পড়েছিল ডাস্টবিনে ময়লার মধ্যে৷ এবং সেটা খুব ভাল করে মোড়া ছিল৷ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করেন স্থানীয় জনতা৷ পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞরাও৷ ফরেনসিক বিষেশজ্ঞরা প্লাস্টিকের আবরণ থেকে ‘দেহ’ বার করেন৷ তার পরই তাঁদের হতভম্ব অবস্থা৷ কারণ প্লাস্টিক মোড়ক থেকে যা বার হল, তা আসলে একটি সেক্স ডল৷ মোমের তৈরি নারীর আকৃতি পুতুল!
আরও পড়ুন : ১১ বছর আগে হারিয়ে যাওয়া বাঁধানো দাঁতের পাটি স্পেন থেকে ফিরল ইংল্যান্ডে তার মালিকের কাছে
এই ঘটনায় এখনও কোনও অপরাধ-যোগ খুঁজে পাননি তদন্তকারীরা৷ অনেকের ধারণা, পুলিশকে বিভ্রান্ত করতেই এই কীর্তি করেছে কেউ৷
আরও পড়ুন : এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?
আরও পড়ুন : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও
এরকমই একটি ঘটনা কিছু দিন আগে ঘটেছে জর্জিয়ায়৷ সেখানে পুলিশকে ফোনে খবর দেওয়া হয় এক মহিলাদের দেহ পাওয়া গিয়েছে৷ তার পর দেখা যায় সেটি আসলে একটি সেক্স ডল৷