ওই গ্রামের বাসিন্দা ব্রজেশের কন্যাকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে গ্রামে পৌঁছয় হবু বর। আর বরযাত্রী আসার পরে তাঁদের স্বাগত জানাতে কোনও ত্রুটি রাখেনি কনেপক্ষ। বিয়ের নিয়ম শুরু হয়। কিছু সময় পরে জয়মালা অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বরযাত্রীদের নিয়ে ডিজে বাজিয়ে নাচতে শুরু করেন হবু বর। এই সময় বরের উপর নজর পড়ে হবু স্ত্রীর। তাঁর মনে সন্দেহ দানা বাঁধে যে, বর আকণ্ঠ মদ্যপান করে রয়েছেন। বিষয়টা ভাল করে খতিয়ে দেখেন।
advertisement
এখানেই শেষ নয়, জয়মালার সময় কনেকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দেখেন যে, মঞ্চের উপরেই লুটিয়ে পড়ছেন বর। ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। এরপরেই কোনও কথা না বলে মঞ্চ থেকে নেমে আসেন কনে। মায়ের কাছে গিয়ে জানান যে, বিয়ে করতে পারবেন না। কারণ বর মদ্যপান করে রয়েছেন। এরপরেই বিয়েবাড়ির আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়।
বিয়েবাড়িতে উপস্থিত সকলে কনেকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু লাভের লাভ হয় না। কোনও ভাবেই কনেকে রাজি করানো যায়নি। এই ঘটনা গোটা পরিবারের সামনে আসার ফলে দু’পক্ষই বোঝানোর চেষ্টা করে তাঁকে। এমনকী পঞ্চায়েতও বসানো হয়। কিন্তু তাতেও মুখের উপর বিয়ে করতে নাকচ করে দেন কনে। ফলে কনেকে ছাড়াই বরযাত্রী নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন বর।
আরও খবর পড়তে ফলো করুন