TRENDING:

Beggar with QR Code : গলার প্ল্যাকার্ডে কিউআর কোড! ভিক্ষাজীবী ভিক্ষা নিচ্ছেন ডিজিটাল পথে

Last Updated:

এখন ভিক্ষাজীবীদের কাছেও হাজির ডিজিটাল সুবিধে৷(Beggar with QR Code)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছিন্দওয়াড়া : পাড়ার চায়ের দোকান কিংবা ঠেলা নিয়ে যাওয়া ফেরিওয়ালার কাছে কিউআর কোড-সহ ডিজিটাল পেমেন্ট গেটওয়ে এখন আর দুষ্প্রাপ্য বা বিরল নয়৷ এখন ভিক্ষাজীবীদের কাছেও হাজির ডিজিটাল সুবিধে৷(Beggar with QR Code)
advertisement

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় সন্ধান মিলেছে সেরকমই এক ভিক্ষাজীবীর৷ তিনি ছিন্দওয়াড়ার পথে পথে ভিক্ষা চেয়ে ঘুরে বেড়ান৷ গলায় ঝোলানো থাকে কিউআর কোড৷ কেউ ভিক্ষা দিতে চাইলে সেই ভিক্ষাজীবী মহেন্দ্র সূর্যবংশী কোড দেখিয়ে দেন স্ক্যান করার জন্য৷(Madhya Pradesh Beggar asks for alms digitally)

আরও পড়ুন : সাধের ন্যানোকে হেলিকপ্টার বানিয়েই অঢেল উপার্জন যুবকের

advertisement

তিনি জানিয়েছেন এক সময় চাকরি করতেন৷ কিন্তু সেখানে বেতন নিয়মিত ছিল না৷ তিন চার মাস পর পর হয়তো এক সপ্তাহের বেতন পেতেন৷ এর ফলে জীবন নির্বাহই দুষ্কর হয়ে পড়েছিল৷ তার পরই ভিক্ষাজীবীর পথ বেছে নেন৷ সেখানেও বিপত্তি! বেশিরভাগই ভিক্ষা দেওয়া এড়িয়ে যেতেন৷ খুচরোর অভাবের অজুহাতে৷ তার পরই কিউআর কোডের অবতারণা৷

advertisement

আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

স্থানীয় সাধনা সমবায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সূর্যবংশীর৷ কিন্তু কত টাকা দৈনিক উপার্জন করেন তিনি? সে বিষয়ে স্পষ্ট করে বলেননি ৷ বরং ঘুরিয়ে বলেছেন, ‘‘আমরা যখন মন্দিরে যাই, তখন কি ভাবি কতটা প্রসাদ পাব? এটা সবই নির্ভর করে দাতার বদান্যতা ও ঔদার্যের উপর৷

advertisement

আরও পড়ুন : বাড়তি মেদই মাথাব্যথার কারণ? নিয়মিত খান তেজপাতা

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

কিছু দিন আগে আরও এক ডিজিটাল ভিক্ষাজীবীর সন্ধান পাওয়া গিয়েছে৷ তিনি বিহারের বেট্টিয়ার এলাকার রাজু পটেল৷ রেলস্টেশনেরা বাসিন্দা এই গৃহহীন এখন ফোনপে-তে ভিক্ষা নেন৷ তিনিও গলায় কিউআর কোড লেখা প্ল্যাকার্ড পরে থাকেন৷ এই হাইটেক ভিক্ষাজীবীরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন নেটমহলে৷ বেশিরভাগই তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Beggar with QR Code : গলার প্ল্যাকার্ডে কিউআর কোড! ভিক্ষাজীবী ভিক্ষা নিচ্ছেন ডিজিটাল পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল