TRENDING:

Beggar with QR Code : গলার প্ল্যাকার্ডে কিউআর কোড! ভিক্ষাজীবী ভিক্ষা নিচ্ছেন ডিজিটাল পথে

Last Updated:

এখন ভিক্ষাজীবীদের কাছেও হাজির ডিজিটাল সুবিধে৷(Beggar with QR Code)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছিন্দওয়াড়া : পাড়ার চায়ের দোকান কিংবা ঠেলা নিয়ে যাওয়া ফেরিওয়ালার কাছে কিউআর কোড-সহ ডিজিটাল পেমেন্ট গেটওয়ে এখন আর দুষ্প্রাপ্য বা বিরল নয়৷ এখন ভিক্ষাজীবীদের কাছেও হাজির ডিজিটাল সুবিধে৷(Beggar with QR Code)
advertisement

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় সন্ধান মিলেছে সেরকমই এক ভিক্ষাজীবীর৷ তিনি ছিন্দওয়াড়ার পথে পথে ভিক্ষা চেয়ে ঘুরে বেড়ান৷ গলায় ঝোলানো থাকে কিউআর কোড৷ কেউ ভিক্ষা দিতে চাইলে সেই ভিক্ষাজীবী মহেন্দ্র সূর্যবংশী কোড দেখিয়ে দেন স্ক্যান করার জন্য৷(Madhya Pradesh Beggar asks for alms digitally)

আরও পড়ুন : সাধের ন্যানোকে হেলিকপ্টার বানিয়েই অঢেল উপার্জন যুবকের

advertisement

তিনি জানিয়েছেন এক সময় চাকরি করতেন৷ কিন্তু সেখানে বেতন নিয়মিত ছিল না৷ তিন চার মাস পর পর হয়তো এক সপ্তাহের বেতন পেতেন৷ এর ফলে জীবন নির্বাহই দুষ্কর হয়ে পড়েছিল৷ তার পরই ভিক্ষাজীবীর পথ বেছে নেন৷ সেখানেও বিপত্তি! বেশিরভাগই ভিক্ষা দেওয়া এড়িয়ে যেতেন৷ খুচরোর অভাবের অজুহাতে৷ তার পরই কিউআর কোডের অবতারণা৷

advertisement

আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

স্থানীয় সাধনা সমবায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সূর্যবংশীর৷ কিন্তু কত টাকা দৈনিক উপার্জন করেন তিনি? সে বিষয়ে স্পষ্ট করে বলেননি ৷ বরং ঘুরিয়ে বলেছেন, ‘‘আমরা যখন মন্দিরে যাই, তখন কি ভাবি কতটা প্রসাদ পাব? এটা সবই নির্ভর করে দাতার বদান্যতা ও ঔদার্যের উপর৷

advertisement

আরও পড়ুন : বাড়তি মেদই মাথাব্যথার কারণ? নিয়মিত খান তেজপাতা

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

কিছু দিন আগে আরও এক ডিজিটাল ভিক্ষাজীবীর সন্ধান পাওয়া গিয়েছে৷ তিনি বিহারের বেট্টিয়ার এলাকার রাজু পটেল৷ রেলস্টেশনেরা বাসিন্দা এই গৃহহীন এখন ফোনপে-তে ভিক্ষা নেন৷ তিনিও গলায় কিউআর কোড লেখা প্ল্যাকার্ড পরে থাকেন৷ এই হাইটেক ভিক্ষাজীবীরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন নেটমহলে৷ বেশিরভাগই তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Beggar with QR Code : গলার প্ল্যাকার্ডে কিউআর কোড! ভিক্ষাজীবী ভিক্ষা নিচ্ছেন ডিজিটাল পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল