TRENDING:

মা কালীর আরাধনা এই ফুল ছাড়া একদমই হয়না, জেনে নিন আপনিও . . .

Last Updated:

মা কালী স্বয়ং শক্তির রূপ তাই তাঁকে শক্তি রূপিনী দেবীও বলা হয়ে থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কালী পুজোয় কেন জবা ফুল লাগেই লাগে ? মা কালী স্বয়ং শক্তির রূপ তাই তাঁকে শক্তি রূপিনী দেবীও বলা হয়ে থাকে ৷ সারা পৃথিবীই এই শক্তির উপাসানা করে শক্তপ্রাপ্ত হয়েছে ৷ মায়ের পুজোয় কিছু থাকুক না থাকুক লাল জবা থাকবেই হবে ৷ যখন যখন ধর্মে গ্লানি দেখা দিয়েছে তখনই একমাত্র শক্তি সেই গ্লানি থেকে মুক্তি দিয়েছে ৷
advertisement

আরও পড়ুন : প্রতিদিন এই ফুলে শিবপুজো করলে ফল পাবেন হাতেনাতে

সারা পৃথিবীজুড়ে তারাই স্বাধীন যারা শক্তিশালী ৷ দুর্বলকে সব সময়েই আবদ্ধ করে রাখতে পারে সবাই শক্তি যার কাছে আছে সেই বিজয়ী হয় জীবনের নানান যুদ্ধে ৷ আসমুদ্র হিমাচল প্রত্যেকেই মা কালীর আরাধনা করেছেন ৷ সে রামপ্রসাদ হোক বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সাধক বামাক্ষ্যাপা, ত্রৈলঙ্গস্বামী ৷ মা কালীর আরাধনা করেই সবাই শক্তি অর্জন করেছিলেন ৷ সেই জীবনের কক্ষপথে বেঁচে থাকে টিকে থাকে যে সর্ব শক্তিমান ৷

advertisement

আরও পড়ুন : শনিবার এই নিয়ম মেনে চলুন, শনিদেবের রোষের মুখে পড়তে হবেনা . . .

লাল অর্থাৎ শক্তি ও শৌর্যের প্রতীক তাই মা কালীর পুজো জবা ফুল ছাড়া কোনও ভাবেই হয়না ৷ যেহেতু মা কালী শক্তিরূপিনী দেবী ৷ লাল রঙ, এনার্জি, প্রবল এগিয়ে যাওয়ার শক্তি যোগায় লাল ৷ মা কালী শক্তির প্রতীক, তবে সেই শক্তি কোনও ভাবেই কোনও খারাপ শক্তি নয় ৷

advertisement

আরও পড়ুন : বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় অনুকুল ঠাকুরের এই মন্ত্রেই লুকিয়ে রয়েছে ভাল থাকার চাবিকাঠি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মানুষের জীবনের যাবতীয় অন্ধকারকে দুর করার ৷ শক্তি আর অমাবস্যায় মা কালীর পুজো হয় ৷ কালো বা অন্ধকার শক্তি যোগায় ৷ মনের বা জীবনের সব কালোকে দূর করতেই মা কালীর আরাধনা করে থাকি ৷ মনের কালিমা তাড়াতে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মা কালীর আরাধনা এই ফুল ছাড়া একদমই হয়না, জেনে নিন আপনিও . . .