জানা গিয়েছে, সরোদ কুলকর্ণীর উচ্চতা প্রায় ৭ ফুট ১.৫ ইঞ্চি এবং তার স্ত্রী সঞ্জত কুলকর্ণীর উচ্চতা প্রায় ৬ ফুট ২.৫ ইঞ্চি। ১৯৮৮ সালের ডিসেম্বরে বিয়ের পর ১৯৮৯ সালে বিশ্বের সবথেকে উচ্চতাসম্পন্ন জুটি হিসেবে লিমকা বুক অফ রেকর্ডে নাম উঠেছিল তাঁদের। জানা যায়, বর্তমানে পেশায় ব্যাঙ্ক কর্মী সরোদ কুলকর্ণী কিশোর বয়স থেকেই লম্বা উচ্চতার কারণে স্পোর্টসেও জয়েন করেছিলেন। (India's Tallest Family)
advertisement
আরও পড়ুন: আগামী ৫ দিনের মধ্যেই আবহাওয়ার বিপুল বদল, কোথায় কোথায় বৃষ্টি? জানুন আপডেট
উল্লেখ্য সরোদের স্ত্রী সঞ্জত জানান, আমাদের দেশে মেয়েদের উচ্চতা অত্যাধিক বেশি হলে অনেক মুশকিলে পড়তে হয়। তবে প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল নিজের থেকে বেশি উচ্চতার ছেলেকেই তিনি বিয়ে করবেন। একথা মনে রেখেছিলেন সঞ্জতের দিদা। মুম্বাইয়ের রাস্তায় একদিন তারই চোখে পড়ে যান সরোদ। আর তাঁকে দেখা মাত্রই তাঁর কাছে গিয়ে সরাসরি নাতনির বিয়ের প্রস্তাব দেন ওই মহিলা। প্রথমে পাত্তা না দিলেও বন্ধুর কথায় ৬ ফুট উচ্চতার ওই মহিলার থেকে ফোন নম্বর চেয়ে নেন সরোদ। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তার পর সঞ্জতকে দেখতে যান সরোদ। আর প্রথম দেখাতেই বিশেষ করে সঞ্জতের উচ্চতা দেখে সরোদ তখনই ঠিক করে নেন ওই মেয়েকেই তিনি বিয়ে করবেন। বর্তমানে তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। তাঁরাও বাবা মায়ের মতো লম্বা।
আরও পড়ুন: 'জীবনের সবচেয়ে কঠিন কাজ', এবার ইউক্রেন থেকে পড়ুয়াদের দেশে ফেরালেন 'মসিহা' সোনু সুদ!
বড় মেয়ে মুরুগা কুলকর্ণীর (Mruga Kulkarni) উচ্চতা হল ৬ ফুট ১ ইঞ্চি এবং ছোট কন্যা সানিয়া কুলকর্ণীর (Sania Kulkarni) উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আর তাঁদের দুজনেরই স্বপ্ন মডেলিং করার। তবে উচ্চতা বেশি হওয়ার কারণে তাঁরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন না। তাই তাঁদের বেশিরভাগ সময়ে পায়ে হেঁটে বা নিজেদের স্কুটিতে যাতায়াত করেন। শুধু তাই নয় তাঁদের পোশাক থেকে জুতো সবই বিদেশ থেকে আনাতে হয়। এছাড়া তাঁদের বাড়ির দরজা-জানালা ৬-৮ ফুট উচ্চতা বিশিষ্ট।