ইনস্টাগ্রামে ওই মহিলার অ্যাকাউন্টের নাম @divya_giri__। তিনি একটি রিল পোস্ট করেছেন। যেখানে আয়নায় তাঁকে পোজ দিতে দেখা গিয়েছে। ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “সিঙ্গল? একটা ডেটে যেতে চাইছেন? একটা ডেটের জন্য আমায় ভাড়া করতেই পারেন।” এখানেই শেষ নয়, ওই মহিলা বিভিন্ন ধরনের ডেটের জন্য মূল্যও বেঁধে দিয়েছেন।
advertisement
কীরকম? তিনি লিখেছেন ‘চিল কফি ডেট’-এর জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা, ‘নর্ম্যাল ডেট’ (ডিনার এবং মুভি)-এর জন্য খরচ করতে হবে ২০০০ টাকা, ‘বাইক ডেট’-এর জন্য নেবেন ৪০০০ টাকা, ডেটের কথা পাবলিক পোস্টের মাধ্যমে জানালে তিনি নেবেন ৬০০০ টাকা। এভাবে ডেটের জন্য ভাড়া প্রায় ১০০০০ টাকার কোঠা ছাড়িয়ে গিয়েছে।
যদিও ওই মহিলা মজা করে এমন পোস্ট করেছেন না কি এটা কোনও স্ক্যাম, সেটা জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে জোর চর্চা। এক ব্যবহারকারী জাপানের বহুলপ্রচলিত ভাড়ার প্রেমিকা পরিষেবার প্রসঙ্গ টেনে মজাচ্ছলে বলেন, “মেয়েটা বোধহয় ভাবছে যে, ও জাপানে রয়েছে।” ইনস্টাগ্রামের এই রিল ধীরে ধীরে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু নেটাগরিক একে স্ক্যাম বা প্রতারণার ফাঁদ বলে দাগিয়ে দিয়েছেন।
একজন সাবধান করে লিখেছেন, “এগুলো সবই আসলে প্রতারণার ফাঁদ।” আবার আর একজন বলেন, “এটা মধুচক্র। তাই এর থেকে দূরে থাকুন। একবার এতে পা দিলেই লক্ষ লক্ষ টাকা খোওয়া যাবে। তাই সতর্ক থাকুন।” অন্য এক নেটাগরিকের মন্তব্য, “যখন চাকরির সুযোগ নষ্ট হয়ে যেতে থাকে, তখন এই ধরনের অনন্য নতুন স্টার্ট-আপের আইডিয়ার উদ্রেক হয়…।”