সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার এই ঘটনার কথা জানাজানি হয়েছে। বছর চৌষট্টির রীতা সাহানি এবং তাঁর স্বামী সত্তর বছর বয়সী জাকেশ সাহানি মালয়েশিয়ার পেনাঙ্গ থেকে সিঙ্গাপুর যাচ্ছিলেন। চারদিন ব্যাপী এই যাত্রার শেষ দিন ছিল সোমবারই। ওই দিন সকালে ঘুম থেকে উঠে অবসরপ্রাপ্ত জাকেশ দেখেন যে, ঘরে তাঁর স্ত্রী নেই। জাহাজেই খুঁজতে থাকেন স্ত্রীকে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাঁকে। পরে জাহাজের কর্মীদের কাছে গোটা ঘটনা জানান বৃদ্ধ। তাঁরা জানান যে, জাহাজের ওভারবোর্ড ডিটেকশন সিস্টেমের কাছে সতর্কবার্তা দিয়েছিল, সিঙ্গাপুর প্রণালীর কাছে জাহাজ থেকে কিছু একটা পড়ে যেতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, ১১৩ কিলোমিটার দীর্ঘ এবং ১৯ কিলোমিটার প্রশস্ত মালাক্কা প্রণালী এবং চ্যানেলের উত্তরে সিঙ্গাপুরের সঙ্গে দক্ষিণ চিন সাগরের মধ্যবর্তী এই জাহাজ-পথ সব সময় বেশ ব্যস্ত থাকে।
advertisement
জাকেশ-রীতার পুত্র ৩৯ বছর বয়সী অপূর্ব সাহানি পেশায় একজন স্থপতি। তিনি অবশ্য ঘটনার সময় জাহাজে ছিলেন না। অপূর্ব বলেন যে, তাঁর মা বর্তমানে কোথায় আছেন, তা নিয়ে রীতিমতো ধন্দেই রয়েছেন তাঁরা। তিনি এ-ও জানান যে, তাঁর মা রীতা সাহানি সাঁতার জানেন না। আর তদন্তের স্বার্থে তাঁর বাবাকে দীর্ঘক্ষণ জেরা করেছে পুলিশ।
আরও পড়ুন: স্পেশ্যাল ডালপুরি খেতে ভোর হতেই ভিড় জমে দোকানে! কেন এত জনপ্রিয়? দেখুন ভিডিও
আরও পড়ুন- আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী
অপূর্বর কথায়, “আমরা সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছি। তবে তেমন কোনও ফুটেজ এখনও আমাদের হাতে আসেনি। ফলে জাহাজ থেকে যেটা পড়তে দেখা গিয়েছে, সেটা আদৌ আমার মা কি না, তা নিশ্চিত করে বলা যায় না। আমরা শুধু এটুকুই জানি, জাহাজের কর্মীরা ভাবছেন যে, আমার মা জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। কিন্তু আমাদের মনে হচ্ছে যে, মা জাহাজেই কোথাও আটকে পড়েছেন।” তিনি আরও যোগ করেন, “মা তো ছুটি কাটাতে গিয়েছিলেন। আনন্দ করছিলেন। তার পরে গোটা ঘটনা ঘটে। এর কোনও মানে হয় না।”
এই জাহাজ চালায় রয়্যাল ক্যারিবিয়ান নামে একটি সংস্থা। তারা জানিয়েছে যে, স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে। তবে এই বিষয়ে আর বেশি কিছু বলতে চায়নি ওই সংস্থা।