TRENDING:

Huge Electricity Bill : ৩ হাজার ৪১৯ কোটি টাকার বিদ্যুৎ-বিল! বিদ্যুৎ বিলের অঙ্ক দেখে হাসপাতালে প্রৌঢ়

Last Updated:

Huge Electricity Bill : এক মাসে তাঁর বাড়িতে বিদ্যুতের বিল এসেছে ৩ হাজার ৪১৯ কোটি টাকার! এর পর আর নিজেকে সামলে রাখতে পারেননি প্রৌঢ় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল : গ্বালিয়রের বাসিন্দা প্রিয়ঙ্কা গুপ্তা পড়েছেন মহা বিপদে৷ তাঁর শ্বশুরমশাই মানসিক আঘাত পেতে হাসপাতালে চিকিৎসাধীন৷ আঘাতের কারণ তড়িৎ৷ অবশ্য সরাসরি নয় ৷ তিনি তড়িদাহত হয়েছেন বিদ্যুতের বিল দেখে৷ এক মাসে তাঁর বাড়িতে বিদ্যুতের বিল এসেছে ৩ হাজার ৪১৯ কোটি টাকার! এর পর আর নিজেকে সামলে রাখতে পারেননি প্রৌঢ় ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মধ্যপ্রদেশ সরকার চালিত সংস্থা অবশ্য একে মানুষের ত্রুটি বলে চিহ্নিত করেছে৷ পরে সংশোধিত ১ হাজার ৩০০ টাকা বিল পাঠানো হয় ৷ তাতে গ্বালিয়রের শিব বিহার কলোনির বাসিন্দা গুপ্তা পরিবার স্বস্তির শ্বাস ফেলেছে৷

প্রিয়ঙ্কার স্বামী সঞ্জীব জানিয়েছেন তাঁর বাবা ওই বিপুল পরিমাণ ইলেক্ট্রিসিটি বিল দেখে অসুস্থ হয়ে পড়েন ৷ জুলাই মাসে সাধারণ গৃহস্থ বাড়িতে ওই অঙ্কের বিল কী করে আসতে পারে, তাঁরা ভেবে কুল পাচ্ছিলেন না৷ পরে সংশোধিত বিদ্যুৎ বিল আসায় তাঁরা স্বস্তিবোধ করেন ৷

advertisement

আরও পড়ুন :  নামী কর্পোরেট সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ারই সপ্তাহান্তে র‍্যাপিডো চালক!

আরও পড়ুন :  ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অথচ প্রথমেই সংশোধিত বিল পাঠানো হয়নি ৷ প্রথমে অভিযোগ পাওয়ার পর মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি জানিয়ে দেয় বিলের অঙ্ক ঠিকই আছে ৷ পরে অবশ্য সংশোধিত বিল পাঠানো হয় ৷ পাওয়ার কোম্পানির জেনারেল ম্যানেজার নীতীন মাঙ্গলিক দোষারোপ করেন কর্মীদের ত্রুটিরই৷ অর্থাৎ তাঁদের মতে, হিউম্যান এরর-এর জন্যই এই বিল-ভ্রান্তি ৷ এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দেন তিনি ৷ বলেন, ‘‘এক জন কর্মী সফ্টওয়্যারে ইউনিটের জায়গায় ভুল করে কনজিউমার নম্বর লিখে দেন ৷ তার ফলেই ওই বিপুল পরিমাণ অঙ্কের বিল আসে ৷ সংশোধি ও পরিবর্তিত ১৩০০ টাকার বিল পাঠানো হয়েছে গ্রাহকের কাছে৷’’ এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর সংবাদমাধ্যমে বলেন যে ভুল সংশোধন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপও নেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Huge Electricity Bill : ৩ হাজার ৪১৯ কোটি টাকার বিদ্যুৎ-বিল! বিদ্যুৎ বিলের অঙ্ক দেখে হাসপাতালে প্রৌঢ়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল