TRENDING:

Girl Slaps Old Couple: পোষ্য নিয়ে সমস্যা, বৃদ্ধ দম্পতিকে সপাটে থাপ্পড় যুবতীর! দেখুন ভিডিও

Last Updated:

Girl Slaps Old Couple: এক বৃদ্ধ দম্পতি ওই যুবতীদের অনুরোধ করেন, তারা যেন কুকুরটিকে দড়ি দিয়ে আটকে রাখে। মামুলি এই বক্তব্য থেকেই শুরু বাকবিতণ্ডা। ভাইরাল হওয়া ভিডিওতে, দুই যুবতীকে উগ্রভাবে দম্পতির সাথে তর্ক করতে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৃদ্ধ দম্পতিকে থাপ্পড় যুবতীর
বৃদ্ধ দম্পতিকে থাপ্পড় যুবতীর
advertisement

আরও পড়ুন: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! ‘ভগবান এমন বৌ যেন কাউকে না দেন’, বলছে পাড়ার লোকেরা

ঘটনাটি ঠিক কী হযেছে? এক বৃদ্ধ দম্পতি ওই যুবতীদের অনুরোধ করেন, তারা যেন  কুকুরটিকে লিশ পরিয়ে রাখে। মামুলি এই বক্তব্য থেকেই শুরু বাকবিতণ্ডা। ভাইরাল হওয়া ভিডিওতে, দুই যুবতীকে উগ্রভাবে দম্পতির সাথে তর্ক করতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরে, একজন নারী বলেন, “আমি অনেক কিছু করতে পারি। এভাবে থাপ্পড় মারব না,” এবং তারপরই সে বৃদ্ধ নারীকে থাপ্পড় মারে।

advertisement

থাপ্পড়ে বৃদ্ধ দম্পতি বেশ হকচকিয়ে যান৷  একজন পুরুষ বারবার বলেছিলেন, “ওহ মাঈ গড!” তিনিও বিশ্বাস করতে পারছিলেন না যে ওই যুবতী এমনভাবে থাপ্পড় মেরে দেবেন৷

আরও পড়ুন: স্টেশনকে হিন্দিতে কী বলে? ৯৯‍% মানুষই জানেন না এর সঠিক উত্তর, আপনি জানেন?

ওই যুবতী এখানেই থামেননি। এরপরই সে বৃদ্ধ পুরুষটিকেও থাপ্পড় মারেন। ঘটনাটি যে  রেকর্ড করছিল, সেই ব্যক্তি এরপর এগিয়ে আসে৷ যুবতীকে জিজ্ঞাসা করে, “তুমি কীভাবে মারলে? কেন করলে এমন” এবং কাছাকাছি হাঁটতে থাকা অন্যান্য বাসিন্দাদের সাহায্য চান। বারবার বলতে থাকেন, ওই যুবতীদের যেন আটকে রাখা হয়৷

advertisement

ঘটনাটি নয়ডার সেক্টর ৭৮-এ হাইড পার্ক সমাজে ঘটেছে। ভিডিওর প্রতিক্রিয়ায়, নয়ডা ডিসিপি বলেছিলেন, “সেক্টর-১১৩ থানা বৃদ্ধ ব্যক্তির অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুত এর সমাধান করা হবে৷”

কুকুর নিয়ে ঝামেলা এই প্রথম নয়৷  মার্চ মাসে বিহারে পোষা কুকুরকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়েছিল, যাতে ছয়জন আহত হয়েছিল৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রত্যেককে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Girl Slaps Old Couple: পোষ্য নিয়ে সমস্যা, বৃদ্ধ দম্পতিকে সপাটে থাপ্পড় যুবতীর! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল