উপরের ছবিতে পাঠকদের একটা ধাঁধা দেওয়া হয়েছে। ছবিতে তিন ধরণের জিনিস রয়েছে। গ্লাভস, রেইনকোট এবং রাবার বুট। তিনটিই বর্ষার জিনিস। পাঠককে ১০ সেকেন্ডের মধ্যে গ্লাভস, রেইনকোট এবং রাবার বুটের দাম খুঁজে বের করতে হবে। এই ব্রেন টিজার মূলত পাঠাকের বিশ্লেষণ এবং যৌক্তিক চিন্তার ক্ষমতার পরীক্ষা নেবে। সময় শুরু হল এখন। ছবিটা খুঁটিয়ে দেখতে হবে। জিনিসগুলোর দাম খুঁজে বের করতে হবে। এবং সেটা খুব দ্রুত। কারণ সময় শেষ। যে সমস্ত পাঠক সঠিক উত্তর দিতে পেরেছেন তাঁদের অভিনন্দন। যাঁরা পারলেন না তাঁদের জন্য উত্তর নিচে দেওয়া হল।
advertisement
আরও পড়ুন- একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি…
আরও পড়ুন- নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার…
১০ সেকেন্ডের মধ্যে গ্লাভস, রেইনকোট এবং রাবার বুটের দাম বের করা: গ্লাভস, রেইনকোট এবং রাবার বুটের দাম নিম্নরূপ-
ছবিতে দেখা যাচ্ছে
৩টি রেইনকোট = ৬ টাকা। তার মানে ১টি রেইনকোটের দাম ২ টাকা।
এরপরের লাইনে ১টি রেইনকোট এবং + ২টি বুট = ১৮ টাকা।
তাহলে বুটের দাম = (১৮-২)/২
= ৮ টাকা।
তৃতীয় লাইনে ৪টি গ্লাভস + ১টি বুট = ১৪ টাকা।
তাহলে গ্লাভসের দাম = (১৪-৮)/৪
= ১.৫ টাকা।
সুতরাং ২টি রাবার বুট + ১টি রেইনকোট + ৪টি গ্লাভসের দাম দাঁড়াচ্ছে –
১৬+২ x (৪x১.৫)
= ১৬+১২
= ২৮ টাকা।
পাঠক যদি এই ধাঁধার সমাধান করতে পারেন তাহলে বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গেও ভাগ করে নিন। দেখে নিন আর কে কে ১০ সেকেন্ডের মধ্যে এই জটিল ধাঁধার উত্তর দিতে পারেন।