TRENDING:

IQ Test: জিনিয়াস আইকিউ টেস্ট, ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন গ্লাভস, বুট ও রেইনকোটের দাম

Last Updated:

IQ Test: যে সমস্ত পাঠক সঠিক উত্তর দিতে পেরেছেন তাঁদের অভিনন্দন। যাঁরা পারলেন না তাঁদের জন্য উত্তর নিচে দেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মস্তিষ্কের শক্তির পরীক্ষা নেয় ব্রেন টিজার পাজল। জটিল সমস্যা সমাধানের দক্ষতাকে চ্যালেঞ্জ করে। এই ধরনের ধাঁধা বুদ্ধি বাড়ায়। উন্নত হয় মনোযোগ। ব্রেন টিজার পাজলে বেশিরভাগ ক্ষেত্রেই ধাঁধা, কোড ক্র্যাক করা, লুকনো কোনও বস্তু খোঁজা কিংবা ছবির ভুল বের করতে হয়। এই ধরনের ধাঁধা নিয়মিত অনুশীলনের মানে মস্তিষ্কের স্বাস্থ্যকর ওয়ার্কআউট। তাছাড়া সমস্যা সমাধানের দক্ষতাও বাড়ে। সুতরাং প্রস্তুত তো? দেখে নেওয়া যাক আজকের চ্যালেঞ্জ।
জিনিয়াস আইকিউ টেস্ট
জিনিয়াস আইকিউ টেস্ট
advertisement

উপরের ছবিতে পাঠকদের একটা ধাঁধা দেওয়া হয়েছে। ছবিতে তিন ধরণের জিনিস রয়েছে। গ্লাভস, রেইনকোট এবং রাবার বুট। তিনটিই বর্ষার জিনিস। পাঠককে ১০ সেকেন্ডের মধ্যে গ্লাভস, রেইনকোট এবং রাবার বুটের দাম খুঁজে বের করতে হবে। এই ব্রেন টিজার মূলত পাঠাকের বিশ্লেষণ এবং যৌক্তিক চিন্তার ক্ষমতার পরীক্ষা নেবে। সময় শুরু হল এখন। ছবিটা খুঁটিয়ে দেখতে হবে। জিনিসগুলোর দাম খুঁজে বের করতে হবে। এবং সেটা খুব দ্রুত। কারণ সময় শেষ। যে সমস্ত পাঠক সঠিক উত্তর দিতে পেরেছেন তাঁদের অভিনন্দন। যাঁরা পারলেন না তাঁদের জন্য উত্তর নিচে দেওয়া হল।

advertisement

আরও পড়ুন-     একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি…

আরও পড়ুন-     নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার…

১০ সেকেন্ডের মধ্যে গ্লাভস, রেইনকোট এবং রাবার বুটের দাম বের করা: গ্লাভস, রেইনকোট এবং রাবার বুটের দাম নিম্নরূপ-

advertisement

ছবিতে দেখা যাচ্ছে

৩টি রেইনকোট = ৬ টাকা। তার মানে ১টি রেইনকোটের দাম ২ টাকা।

এরপরের লাইনে ১টি রেইনকোট এবং + ২টি বুট = ১৮ টাকা।

তাহলে বুটের দাম = (১৮-২)/২

= ৮ টাকা।

তৃতীয় লাইনে ৪টি গ্লাভস + ১টি বুট = ১৪ টাকা।

তাহলে গ্লাভসের দাম = (১৪-৮)/৪

= ১.৫ টাকা।

advertisement

সুতরাং ২টি রাবার বুট + ১টি রেইনকোট + ৪টি গ্লাভসের দাম দাঁড়াচ্ছে –

১৬+২ x (৪x১.৫)

= ১৬+১২

= ২৮ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পাঠক যদি এই ধাঁধার সমাধান করতে পারেন তাহলে বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গেও ভাগ করে নিন। দেখে নিন আর কে কে ১০ সেকেন্ডের মধ্যে এই জটিল ধাঁধার উত্তর দিতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
IQ Test: জিনিয়াস আইকিউ টেস্ট, ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন গ্লাভস, বুট ও রেইনকোটের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল