গঙ্গাসাগরের এই কোড থাকার ফলে সহজেই সকলেই বুঝে যাচ্ছেন এখানে মানুষজন আসতে পারবেন। এছাড়াও জাহাজ যদি বিপদে পড়ে তখন এই কোড দিয়েই বুঝে যাবে তারা এই দ্বীপে নামতে পারবে কিনা। এছাড়াও এই কোড দিয়ে বোঝা যায় এখানে রেডিও অপারেট করা যায় কিনা। যে কোনও প্রাকৃতিক বিপর্যয় হলে, যখন সমস্ত যোগাযোগ ভেঙে পড়ে তখনও এই দ্বীপ থেকে রেডিও সিগন্যাল অপারেট করা যায়।
advertisement
আরও পড়ুনঃ দিঘায় এমন ঘটনা আগে ঘটেনি, শুধু এই কারণেই সমুদ্রপাড়ে জমবে দ্বিগুণ মজা, জানুন আপনিও
জাহাজে-জাহাজে যোগাযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্বীপের পরিস্থিতি, গঙ্গাসাগরের সঙ্গে বিশ্বের যোগাযোগ সবকিছুই এর ফলে সুবিধাজনক হবে।যুগান্তরকারী এই পদক্ষেপের ফলে বিশ্বের দরবারে নিঃশব্দে গঙ্গাসাগর তার জায়গা করে নিয়েছে।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2025 5:13 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GK: গঙ্গাসাগরকে 'এই' কোডেই চেনে গোটা বিশ্ব! কেন এই কোড ব্যবহার হয়? এই তথ্য জানা উচিত বঙ্গবাসীর





