TRENDING:

Wedding Viral| Hooghly|| নজির গড়ল পৌলমী-সঞ্জীব! এ ভাবেও বিয়ে করা যায়? হাঁ করে দেখল গোটা উত্তরপাড়া

Last Updated:

Wedding Viral Video: চিরাচরিত প্রথাকে পিছনে ফেলে সমাজের নতুন দৃষ্টান্ত। বেদ মন্ত্র উচ্চারণে সম্পন্ন হল বিবাহ। চারজন মহিলা পুরোহিত সাত পাকে বেঁধে দিলেন হুগলির পৌলমী ও সঞ্জীবকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চিরাচরিত প্রথা পিছনে ফেলে সমাজের নতুন দৃষ্টান্ত তৈরি করলেন হুগলির নবদম্পতি। বেদ মন্ত্র উচ্চারণেই সম্পন্ন হল বিবাহ। চারজন মহিলা পুরোহিত সাত পাকে বেঁধে দিলেন হুগলির পৌলমী এবং সঞ্জীবকে। রবীন্দ্রনাথের গান এবং বেদ মন্ত্রের উচ্চারণে মুখরিত হয়ে উঠেছিল বিবাহ মণ্ডপ। বিয়ের শেষে মহিলা পুরোহিতদের ঘিরে মানুষের উন্মাদনাও ছিল দেখার মতো।
advertisement

কলকাতাতে বহুবার হলেও জেলার মধ্যে এই প্রথমবার মহিলা পুরোহিতের হাতে হওয়া বিয়ে দেখতে বিয়ে বাড়িতে আসা মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা প্রদীপ কুমার মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা পৌলোমী মুখোপাধ্যায়ের বিয়ে উপলক্ষে এক বছর আগে থেকেই মহিলা পুরোহিতের সঙ্গে কথা বলে ডেট বুক করেছিল পরিবার।

advertisement

আরও পড়ুনঃ সিঁদুরদানের ঠিক আগেই এ কী কাণ্ড! নববধূ ঘটালেন অদ্ভূত ঘটনা, অবাক চোখে দেখল হুগলি

এ প্রসঙ্গে কনের বাবা প্রদীপ কুমার মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে পুরুষ এবং মহিলারা সকলেই সমান। তবে হিন্দু ব্রাহ্মণদের মধ্যে এখনও পর্যন্ত ব্রাহ্মণ্যবাদ কিছুটা হলেও বর্তমান। সেই কারণেই পুরুষরাই সমস্ত পূজা অর্চনার কাজে এগিয়ে থাকেন। তবে তিনি নিজে ব্রাহ্মণ পরিবারের হলেও ব্রাহ্মণ্যবাদের এই পুরুষতন্ত্রিকতার বিরোধী। তাই নিজের মেয়ের বিয়েতে শহরতলির মানুষের কাছে দৃষ্টান্ত তুলে ধরার জন্য মহিলা পুরোহিত দিয়ে বিয়ের আয়োজন করার সিদ্ধান্তি নিয়েছিলেন।

advertisement

View More

আরও পড়ুনঃ স্কুল ভ্যান উল্টে গিয়ে রক্তারক্তি কাণ্ড, আহত ৫ খুদে ছাত্র! ভয়াবহ ঘটনা বেঙাইতে

এ প্রসঙ্গে মহিলা পুরোহিতদের অন্যতম নন্দিনী ভৌমিক জানান, কলকাতার মধ্যে মানুষজনের কাছে তাঁরা পৌঁছতে পেরেছিলেন আগেই। যখন শহরতলি থেকে বিয়ে দেওয়ার জন্য ডাক পান, তখন উৎসাহিত ছিলেন। শহরের বাইরে মানুষের মধ্যে পৌঁছে যেতে পেরেছেন তাঁরা, এটা ছিল মূল। তিনি আরও বলেন, তাঁরা কোনও রীতি ভাঙছেন না বরং বৈদিক মন্ত্রের যে ব্যাখ্যা তা মানুষের কাছে তুলে ধরছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

রাহী হালদার 

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wedding Viral| Hooghly|| নজির গড়ল পৌলমী-সঞ্জীব! এ ভাবেও বিয়ে করা যায়? হাঁ করে দেখল গোটা উত্তরপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল