TRENDING:

'মা'-এর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন যুবক, বিয়ের ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ার ক্ষোভ বাঁধ ভাঙল

Last Updated:

Fake Wedding: নকল বিয়ের ভিডিও এবার ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে, তা যতটা না লোকের মনোরঞ্জন করেছে, তার চেয়ে বেশি ক্ষোভের কারণ হয়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Fact Check: একটা সময় ছিল, যখন বিয়ের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা ভিডিও ভাইরাল হত। সেই সব ভিডিওর জনপ্রিয়তার প্রেক্ষিতে এখন সোশ্যাল মিডিয়ায় সারা বছরই কোনও না কোনও বিয়ের ভিডিও ভাইরাল হতে শুরু করে। তার কিছু আসল, কিছু আবার নকল বিয়ের ভিডিও। সে রকমই নকল বিয়ের ভিডিও এবার ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে, তা যতটা না লোকের মনোরঞ্জন করেছে, তার চেয়ে বেশি ক্ষোভের কারণ হয়ে উঠেছে।
'মা'-এর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন যুবক, বিয়ের ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ার ক্ষোভ বাঁধ ভাঙল
'মা'-এর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন যুবক, বিয়ের ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ার ক্ষোভ বাঁধ ভাঙল
advertisement

আজাদ প্যাটেল নামের এক যুবক এই ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। সেখানে দেখা যাচ্ছে এক গ্রামের বাড়ির দৃশ্য। তার সামনে একেবারে সাধারণ পোশাকেই দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আজাদ, এক বৃদ্ধা এবং এক যুবতীকে। সেই যুবতী হাতে একটা গাছের ডাল নিয়ে তা নাড়িয়ে নাড়িয়ে নির্দেশ দিচ্ছেন। আর আজাদকে দেখা যাচ্ছে ক্রমাণ্বয়ে সেই বৃদ্ধার সিঁথিতে সিঁদুর পরাতে।

advertisement

আরও পড়ুন– দেশের প্রায় ১৭ কোটি একর জমির মালিকানা রয়েছে কার হাতে? আর কী-ই বা হয় সেই বিপুল পরিমাণ জমিতে? জানুন বিশদে

যাঁরা জানেন না, তাঁরা বৃদ্ধাকে বিয়ের এই ভিডিও দেখে হরেক মন্তব্য করেছেন। কেউ বা প্রশংসা করেছেন যুবকের। তবে, বেশিরভাগই ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের বক্তব্য, আজাদ ঠাকুমা এবং নাতির সম্পর্ককে কলঙ্কিত করলেন। অনেক ইউজার সিঁদুরের মূল্যবোধ সম্পর্কেও সচেতনতার বার্তা দিয়ে আজাদকে এ ধরনের কাজ করতে বারণ করেছেন।

advertisement

আরও পড়ুন– বিশ্বের সবচেয়ে ‘মোটা’ দেশ ! এই ৫ দেশের মানুষদের গড় ওজন ১০০ কেজি, ডায়েট-ব্যায়াম নিয়ে মাথা ঘামায় না কেউ

যদিও ক্ষোভের কারণ রয়েছে অন্যত্র। এই বিয়ে আসল নয়, তা নকল, স্রেফ লাইক আর কমেন্ট কুড়ানোর উদ্দেশ্যে তৈরি। আজাদের কাজই তাই, তিনি এ ধরনের নানা ভিডিও বানিয়ে যান। কোথাও কোনও যুবতীর সঙ্গে প্রেম করেন, কোথাও বৃদ্ধাদের সাহায্য। এবারের ভিডিওতে যে বৃদ্ধাকে বিয়ে করলেন, তাঁকেই অন্য ভিডিওতে নিজের মা বলেও পরিচয় দিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে, আজাদ একা নন। এমন কাজ অনেকেই করছেন। এক শিক্ষককে দেখা গিয়েছে ফি দিতে না পারার জন্য ছাত্রীকে বিয়ে করতে, তাকেই আবার অন্য সোশ্যাল মিডিয়ায় বন্ধু বলে পরিচয় দিয়েছেন তিনি। এক মেয়ে আবার ইনস্টাগ্রামে যাঁকে স্বামী বলেন, ইউটিউবে তাঁকেই বলেন দাদা। জনপ্রিয় হওয়ার তাগিদে যাবতীয় মূল্যবোধ বিসর্জন দিয়েছেন এঁরা।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'মা'-এর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন যুবক, বিয়ের ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ার ক্ষোভ বাঁধ ভাঙল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল