আজাদ প্যাটেল নামের এক যুবক এই ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। সেখানে দেখা যাচ্ছে এক গ্রামের বাড়ির দৃশ্য। তার সামনে একেবারে সাধারণ পোশাকেই দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আজাদ, এক বৃদ্ধা এবং এক যুবতীকে। সেই যুবতী হাতে একটা গাছের ডাল নিয়ে তা নাড়িয়ে নাড়িয়ে নির্দেশ দিচ্ছেন। আর আজাদকে দেখা যাচ্ছে ক্রমাণ্বয়ে সেই বৃদ্ধার সিঁথিতে সিঁদুর পরাতে।
advertisement
যাঁরা জানেন না, তাঁরা বৃদ্ধাকে বিয়ের এই ভিডিও দেখে হরেক মন্তব্য করেছেন। কেউ বা প্রশংসা করেছেন যুবকের। তবে, বেশিরভাগই ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের বক্তব্য, আজাদ ঠাকুমা এবং নাতির সম্পর্ককে কলঙ্কিত করলেন। অনেক ইউজার সিঁদুরের মূল্যবোধ সম্পর্কেও সচেতনতার বার্তা দিয়ে আজাদকে এ ধরনের কাজ করতে বারণ করেছেন।
যদিও ক্ষোভের কারণ রয়েছে অন্যত্র। এই বিয়ে আসল নয়, তা নকল, স্রেফ লাইক আর কমেন্ট কুড়ানোর উদ্দেশ্যে তৈরি। আজাদের কাজই তাই, তিনি এ ধরনের নানা ভিডিও বানিয়ে যান। কোথাও কোনও যুবতীর সঙ্গে প্রেম করেন, কোথাও বৃদ্ধাদের সাহায্য। এবারের ভিডিওতে যে বৃদ্ধাকে বিয়ে করলেন, তাঁকেই অন্য ভিডিওতে নিজের মা বলেও পরিচয় দিয়েছেন তিনি।
তবে, আজাদ একা নন। এমন কাজ অনেকেই করছেন। এক শিক্ষককে দেখা গিয়েছে ফি দিতে না পারার জন্য ছাত্রীকে বিয়ে করতে, তাকেই আবার অন্য সোশ্যাল মিডিয়ায় বন্ধু বলে পরিচয় দিয়েছেন তিনি। এক মেয়ে আবার ইনস্টাগ্রামে যাঁকে স্বামী বলেন, ইউটিউবে তাঁকেই বলেন দাদা। জনপ্রিয় হওয়ার তাগিদে যাবতীয় মূল্যবোধ বিসর্জন দিয়েছেন এঁরা।