আরও পড়ুন - নোরা ফতেহি-র ডান্স মেরি রানি-র হুক স্টেপে মা-ছেলে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, এক বয়স্ক ব্যক্তি পাইপের ওপরে উঠে ডিবস মারছেন এবং তাঁর পার্টনার এক বয়স্ক মহিলা নিচে ঝুলে রয়েছেন। সেই বয়স্ক মহিলা ঝুলে ছিলেন পুল আপ করার পজিশ। এই ভাবেই তাঁরা ব্যায়াম করার মাঝে একে অপরকে চুম্বন করতে থাকেন। এমন একটি ভিডিও বর্তমানে সকলের নজর কেড়েছে। এমন বয়সে এমন পাইপের ওপরে উঠে ডিবস মারার জন্য অনেকেই সেই বয়স্ক ব্যক্তির প্রশংসা করেছেন। এমন বয়সে এসেও এমন ধরনের কঠিন ব্যায়াম করা দেখে অনেকেই বেশ অবাক হয়েছে। কিন্তু ব্যায়ামের মধ্যেও সেই দম্পতির রোমান্সের মুহূর্ত সকলের মন জিতে নিয়েছে। বয়স হয়ে গেলেও সেই বয়স্ক দম্পতির মন যে এখনও রঙ্গিন, সেটি সেই ভিডিওতেই পরিষ্কার। এই ধরনের একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে।
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে (Instagram) ভাইরাল সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে গুড নিউজ মুভমেন্ট নামের একটি পেজ থেকে ভাইরাল হওয়া সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেই বয়স্ক দম্পতির এমন ধরনের কিসিং ভিডিও এখনও পর্যন্ত প্রায় ১.৪ মিলিয়নের বেশি লোক দেখে ফেলেছে। সকলেই সেই বয়স্ক দম্পতির প্রশংসা করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওকে অনেকেই লাইক করেছে। অনেকেই ভাইরাল হওয়া সেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে। অনেকেই সেই বয়স্ক দম্পতির প্রশংসা করলেও, অনেকে আবার সেই বয়স্ক দম্পতিকে নিয়ে মজার কমেন্টও করেছে। অনেকে আবার তাঁদের নিয়ে করেছে ট্রোল। কিন্তু সেই বয়স্ক দম্পতির এমন ভিডিও নিঃসন্দেহে সকলের মন ভাল করে দেবে। বর্তমানের নেগেটিভ সময়ে এমন পজিটিভ ভিডিওর খুব বেশি প্রয়োজন।