নেই রাজ্যের কোনও সীমানা। প্রশাসনিক ক্ষেত্র হিসেবে সীমানা ধরা হয় দুই রাজ্যের মধ্যবর্তী এই জায়গাকে। তবে জানেন এই মেদিনীপুর জেলায় রয়েছে বাংলার শেষ বাসস্ট্যান্ড। কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের এক প্রান্তে ওড়িশা, অন্যপ্রান্তে বিহার, ঝাড়খণ্ড রাজ্য অবস্থিত। মেদিনীপুর শহরের অনতিদূরে দাঁতন থানার সোলপাট্টা এলাকায় রয়েছে বাংলার শেষ বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডের গা ঘেঁসেই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। তাই এই ‘সোলপাট্টা’ বাসট্যান্ডকে বলা হয় বাংলার শেষ বাসস্ট্যান্ড।
advertisement
আরও পড়ুনঃ শালের জঙ্গলে ঘেরা ‘এই’ জায়গা কাপল ফ্রেন্ডলি, মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
আরও পড়ুনঃ যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন
মেদিনীপুর শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। যার শেষ সীমানা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোলপাট্টা। এখানে বেশ কয়েক দশক ধরেই রয়েছে বাসস্ট্যান্ড। একইভাবে দাঁতন থানার সোনাকোনিয়াতে রয়েছে অপর একটি বাসস্ট্যান্ড। যার গা থেকেই শুরু হচ্ছে পড়শী রাজ্য ওড়িশা।
স্থানীয়দের দাবি, এই সোলপাট্টা বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন কলকাতাগামী, মেদিনীপুর এবং কাঁথিগামী একাধিক বাস চলে। শুধু তাই নয় এই সোলপাট্টা থেকেই বাস যায় ওড়িশা। সরকারিভাবে বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে এখানে। এই বাসস্ট্যান্ড থেকেই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। স্বাভাবিকভাবে মিশ্র সংস্কৃতি, ভাষাভাষীর মানুষ এবং মিশ্র ঐতিহ্য নিয়ে বছরের পর বছর বাংলার শেষ বাসস্ট্যান্ডে ভিড় থাকে সাধারণ মানুষের। এখান থেকে কখনও আবার কখনও কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করে সাধারণ মানুষ।