গ্রেটার ম্যাঞ্চেস্টারের বাসিন্দা পল বিশপ ২০১১ সালে গিয়েছিলেন স্পেনের বেনিড্রোনে৷ তাঁর এক বন্ধুর ৫০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে৷ সারা দিন ধরে চলে প্রচুর খানাপিনা৷ তার জেরেই বমি৷ রিসর্টে বার-এ রাখা ছিল বিশাল বটল বিন৷ অর্থাৎ পানীয়ের খালি বোতল সেখানে ফেলা হত৷ তার মধ্যেই বমি করেছিলেন পল৷ হারানো দাঁতের সন্ধানে ঘৃণা উপেক্ষা করে তিনি তন্ন তন্ন করে খুঁজেছিলেন সেই বিন৷ কিন্তু বিফল হন৷ পরের দিন সকালে ধাতস্থ হয়ে ফের খুঁজেছিলেন৷ কিন্তু দাঁতের পাটি আর ফিরে পাননি৷
advertisement
আরও পড়ুন : ৭০ দিনে সফর ১৮ দেশে! দিল্লি থেকে এ বার বাসেই চলুন লন্ডন
সে যাত্রা অবশ্য ফোকলা মুখেই স্প্যানিশ ছুটি কাটাতে হয়েছিল পল-কে৷ বলেছেন, ‘‘আমি এলভিস স্যুট সঙ্গে নিয়েছিলাম৷ বন্ধুদের কথা দিয়েছিলাম গান করব, তাই কোনও উপায় না পেয়ে ফোকলা মুখেই গান করেছিলাম৷’’ সে বার ছুটি কাটিয়ে বাড়িতে ফেরার পর ৮১৫ ডলার বা ভারতীয় মুদ্রায় ৬২ হাজার টাকা খরচ করে নতুন দাঁতের পাটি তৈরি করান৷
আরও পড়ুন : রান্নায় কেন আদা দিতেই হবে? জেনে নিন শারীরিক সমস্যায় আদার গুণাগুণ
আরও পড়ুন : ডাল খাওয়ার সময় এই নিয়মগুলি না মানলেই সর্বনাশ! এখনই জানুন
এ বার তাঁর কাছে ফিরে এল পুরনো দাঁতের পাটিও৷ দাঁতের সঙ্গে স্পেনের রিসর্ট থেকে পল-কে পাঠানো হয়েছে একটি চিঠিও৷ সেখানে তাঁকে জানানো হয়েছে ওই দাঁত খুঁজে পাওয়ার পর বেশ কয়েক বছর গুদামে রাখা ছিল৷ এর পর ল্যাব টেকনিশিয়ান ডিএনএ পরীক্ষা করেই নিশ্চিত হন দাঁতের মালিক সম্পর্কে৷ তার পরই সুদূর স্পেন থেকে ইংল্যান্ড যাত্রা করে নকল দাঁতের পাটি৷