প্রাক্তন বরের নতুন করে বিয়ের পরই এক বন্ধুর কাছ থেকে বিয়ের দিনের ছবি দেখেই নিজের পোশাক চিনতে পারেন প্রাক্তন স্ত্রী। তার পরেই পুলিশকে খবর দেন তিনি। তাঁদের দু'জনেরই পরিচিত এক বন্ধুই সেই খবর পৌঁছিলেন প্রাক্তন স্ত্রীর কাছে। এর পর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এমন কাণ্ডের কথা। নিজেদের বিয়ের দিন চুরি করা পোশাক পরে গ্রেফতার হতে হয়েছে নবদম্পতিকে (Couple Arrested)।
advertisement
ওই বন্ধু জানিয়েছেন, মেরি ও অ্যাডাম একই কোম্পানিতে তাঁর সঙ্গে চাকরি করতেন। তার আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল। এর পর মেরি চাকরি ছেড়ে দেওয়ার পর পরে অ্যাডামের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মেরির। পরে অ্যাডাম চেলসি নামে এক মহিলার প্রেমে পড়েন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। ওই পূর্বপরিচিত বন্ধুকে ফের ডাকেন নিজেদের বিয়েতে। সেখানে গিয়েই তিনি আবিষ্কার করেন, মেরির বিয়ের পোশাকই পরে রয়েছেন চেলসি। তখনই মেরিকে বিয়ের ছবি পাঠান তিনি। এবং সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায়।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে থেকে রেলের এই নিয়ম ফের চালু হচ্ছে, যাত্রীরা অবশ্যই জেনে নিন...
এর পর মেরি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরই নবদম্পতিতে থানায় ডাকা হয়। সমস্ত পোশাক ও গয়না জমা করতে বলা হয়। জানা গিয়েছে, মেরির পোশাক অ্যাডামই চেলসিকে দিয়েছিলেন। কিন্তু কেন অ্যাডাম এই কাজ করলেন তা জানা যায়নি, বিদেশে কোথায় ঘটেছে এমন কাণ্ড তাও অজানা। নবদম্পতি আপাতত জামিনে মুক্ত।