TRENDING:

Viral News: রাস্তায় জ্যাম, উড়ে উড়ে পরীক্ষা দিতে গেলেন মহারাষ্ট্রের কলেজ ছাত্র! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

বন্ধুদের মুখে পরীক্ষার কথা জানতে পেরেই ১৫ কিলোমিটার দূরে পসারনি গ্রামের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর উপায় ভাবতে শুরু করেন ওই ছাত্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাতারা: পরীক্ষা কেন্দ্রের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার৷ হাতে সময় মাত্র ১৫ থেকে ২০ মিনিট৷ মহারাষ্ট্রের সাতারার কলেজ ছাত্র সমর্থ মহাগাড়ে বুঝতে পেরেছিলেন এইটুকু সময়ের মধ্যে কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন না তিনি৷ কারণ রাস্তায় প্রবল যানজটে ফেঁসে যাওয়ার আশঙ্কা প্রবল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

তাতেও হাল ছাড়েননি বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ওই পড়ুয়া৷ সড়ক পথে না গিয়ে আকাশপথ বেছে নেন তিনি৷ তবে বিমান অথবা হেলিকপ্টার নয়, প্যারাগ্লাইডিং করেই উড়ে উড়ে নিজের কলেজে পৌঁছে যান ওই ছাত্র৷ পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই পৌঁছে যান ওই ছাত্র৷

আরও পড়ুন: বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে অফিস, প্রতিদিন ভোর চারটেয় ঘুম ভাঙে এই তরুণীর! তার পর…

advertisement

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সাতারার পঞ্চগনিতে একটি ফলের রসের দোকান চালান সমর্থ নামে ওই কলেজ পড়ুয়া৷ পরীক্ষার কথা কোনও কারণে জানতেন না তিনি৷ ওই কলেজ পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্রে না দেখে তাঁর বন্ধুরাই সমর্থকে ফোন করে জানতে চান তিনি কোথায়৷

বন্ধুদের মুখে পরীক্ষার কথা জানতে পেরেই ১৫ কিলোমিটার দূরে পসারনি গ্রামের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর উপায় ভাবতে শুরু করেন ওই ছাত্র৷ সিদ্ধান্ত নেন প্যারাগ্লাইডিং করেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন তিনি৷

advertisement

যেমন ভাবা তেমন কাজ৷ সাতারার বাসিন্দা গোবিন্দ ইয়েওয়ালে নামে একজন অ্যাডভেঞ্চার স্পোর্টস বিশেষজ্ঞর দ্বারস্থ হন ওই পড়ুয়া৷ ছাত্রের মুখে সব শুনে সাহায্য করতে রাজি হন ওই ব্যক্তি৷ নিজের টিমকে নিয়ে দ্রুত ওই ছাত্রকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করেন তিনি৷ কয়েক মিনিটের মধ্যেই একজন প্রশিক্ষকের সঙ্গে প্যারাগ্লাইডিং করে রওনা দেন ওই ছাত্র৷ জ্যাম জটের তোয়াক্কা না করে কয়েক মিনিটের মধ্যেই নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান সমর্থ৷ একেবারে নায়োকচিত কায়দায় আকাশ থেকে নেমে এসে পরীক্ষাকেন্দ্রে ঢোকেন তিনি৷

advertisement

মহারাষ্ট্রের সাতারা প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত৷ প্যারাগ্লাইডিং করার জন্য একাধিক বিখ্যাত কেন্দ্রও রয়েছে সাতারায়৷ ওই ছাত্রের ফলের রসের দোকানও এরকমই একটি জায়গায়৷ সেই সুবিধেই কাজে লাগান ওই কলেজ পড়ুয়া৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: রাস্তায় জ্যাম, উড়ে উড়ে পরীক্ষা দিতে গেলেন মহারাষ্ট্রের কলেজ ছাত্র! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল