Malaysia Viral Woman: বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে অফিস, প্রতিদিন ভোর চারটেয় ঘুম ভাঙে এই তরুণীর! তার পর...

Last Updated:

রাচেল জানিয়েছেন, রোজ এভাবে বিমানে কুয়ালালামপুরের অফিসে যাওয়া তাঁর কাছে আর্থিক দিক দিয়েও সাশ্রয়কর৷

এয়ার এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত রাচেল কৌর৷ ছবি-ইউটিউব
এয়ার এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত রাচেল কৌর৷ ছবি-ইউটিউব
কুয়ালালামপুর: প্রতিদিন অফিস যাতায়াতের পথে বাস, ট্রেন, অথবা পরিবহণের অন্য কোনও মাধ্যমের উপরে ভরসা করেন চাকরিজীবীরা৷ ব্যক্তিগত যানবাহন থাকলে অবশ্য আলাদা কথা৷ তবে গণপরিবহণের উপরে যাঁদের ভরসা করতে হয়, তাঁরা সাধারণত ঘড়ি ধরেই ট্রেন, বাস, মেট্রো ধরেন৷ সময়ের একটু এদিক ওদিক হয়ে ট্রেন-বাস মিস হলেই অফিসে লেট হওয়ার ভয় থাকে৷
মালয়েশিয়ায় এমন একজন ভারতীয় বংশোদ্ভুত মহিলার খোঁজ মিলল, যিনি প্রতিদিন অফিস যাওয়ার জন্য একই সময় বিমান ধরেন৷ ওই মহিলার নাম রাচেল কৌর৷ প্রতিদিন ভোর চারটেয় ঘুম থেকে উঠে সকাল ৫.৫৫ মিনিটের পেনাং থেকে সেপাং যাওয়ার বিমান ধরেন তিনি৷
আরও পড়ুন:
কিন্তু কেন এমন করেন তিনি? রাচেল জানিয়েছেন, তাঁর সন্তানরা ছোট৷ ফলে বাড়ি থেকে দূরে থাকা সম্ভব নয় তাঁর৷ তাই চাকরি এবং সংসার দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই পথ বেছে নিয়েছেন তিনি৷ সপ্তাহে পাঁচ দিনই এ ভাবে অফিসে যাতায়াত করেন রাচেল৷
advertisement
advertisement
ওই তরুণী জানিয়েছেন, প্রথম দিকে কুয়ালালামপুরে নিজের অফিসের কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি৷ সপ্তাহান্তে বাড়ি আসতেন রাচেল৷ কিন্তু তাঁর দুই সন্তানের বয়স যথাক্রমে ১২ এবং ১১৷ তাই তাঁদের আরও বেশি করে সময় দিতেই প্রতিদিন বিমানে অফিস য়াতায়াত করার সিদ্ধান্ত নেন রাচেল৷
রাচেল জানিয়েছেন, রোজ এভাবে বিমানে কুয়ালালামপুরের অফিসে যাওয়া তাঁর কাছে আর্থিক দিক দিয়েও সাশ্রয়কর৷ কারণ রাচেল এয়ার এশিয়ার কর্মী৷ কুয়ালালামপুরে বাড়ি ভাড়া করে থাকতে তাঁর ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ থেকে ২৫ হাজার টাকা প্রতিমাসে খরচ হত৷ সেখানে কর্মীদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকায় এয়ার এশিয়ার বিমানে যাতায়াত করতে প্রতি মাসে ১৯ থেকে ২০ হাজার টাকা খরচ হয় তাঁর৷ ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বিমানে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে৷ ফলে প্রতিদিন সকালে ৭.৪৫ মিনিটের মধ্যেই অফিসে পৌঁছে যান রাচেল৷ আবার সন্ধেবেলা পেনাংয়ের বিমান ধরে সন্ধে সাড়ে ৭টার মধ্যে বাড়ি ফিরে আসেন রাচেল৷
advertisement
তবে উৎসবের মরশুমে বিমানের টিকিট পেতে এক এক সময় কিছুটা সমস্যা দেখা দেয়৷ যদিও এতদিনে বিমানে টিকিট না পাওয়ার কারণে অফিস যাতায়াত আটকায়নি রাচেলের৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Malaysia Viral Woman: বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে অফিস, প্রতিদিন ভোর চারটেয় ঘুম ভাঙে এই তরুণীর! তার পর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement