সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটার মজা একটু অন্যরকম, সেটা প্রচলিত অপটিক্যাল ইলিউশনের ছবির থেকে আলাদা- কেন না, এখানে কিছু খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়নি। তাও বলতেই হবে নিখাদ অপটিক্যাল ইলিউশন, এই ছবি দেখলে ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের গানের ভাষায় ‘চোখে ঝিলমিল লেগে যাবে’।
advertisement
আরও পড়ুন: ডায়েট, শরীরচর্চা ছাড়াই হুড়মুড়িয়ে কমল ওজন! ১০ মাসে কীভাবে ১৫ কেজি ঝরালেন ভারতী, জানুন সেই ম্যাজিক
আরও পড়ুন: বয়সের কথা মাথায় রেখে এই খাবারগুলি খাচ্ছেন তো? নইলে কিন্তু বিপদ! রইল বয়স অনুযায়ী খাদ্য তালিকা
নতুন করে ট্যুইটারে শেয়ার হওয়া এই ছবিতে দেখা যাবে গোলাপি বিন্দুর একটা সার্কল। বলা হচ্ছে, মন দিয়ে দেখলে এই বিন্দুগুলো তথা সার্কল রঙ বদলাবে। তাও আবার হয় না কি! ভিডিও হলে সেটা অসম্ভব কিছু ছিল না, কিন্তু এ তো স্টিল ছবি। তাহলে?
সেই জন্যই তো বলতে হবে একে অপটিক্যাল ইলিউশন। ট্যুইটারে বলা হয়েছে রঙের রহস্য উপভোগ করার জন্য মাঝখানের + চিহ্নটায় চোখ রাখতে। একনাগাড়ে চোখের পলক না ফেলে ওটার দিকে তাকিয়ে থাকলেই ধীরে ধীরে শুরু হবে ম্যাজিক, গোলাপি রঙ বদলে হয়ে যাবে সবুজ।
এবার কি তা দেখা গেল?
