বহু বিচিত্র খাবারের ছবি প্রায়েই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পর্দায়। ভাইলার হয় বিভিন্ন অদ্ভুত সব রেসিপি ৷ কিন্তু এবার এক অদ্ভুত আইসক্রিমের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
আরও পড়ুন : বাঘের সঙ্গে সেলফি! মধ্যপ্রদেশে হাড় হিম করা ঘটনা, রইল ভিডিও
এর আগেও আইসক্রিম নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভিডিও দেখা গিয়েছিল ৷ কখনও খিচুড়ি আইসক্রিম বা কখনও ম্যাগির আইসক্রিমের ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল শোস্যাল মিডিয়ায় ৷ কিন্তু এবার একেবারে বাটার চিকেন আইসক্রিম দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা ৷
আরও পড়ুন : নাগরদোলায় ঝুলন্ত মানুষ! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে শিউরে উঠল নেটদুনিয়া!
ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি মাটির পাত্রে বাটার চিকেন আইসক্রিম ঢালছেন। শুধু তাই নয় আইসক্রিমের উপরে আবার পুদিনার চাটনিও ঢালছেন ওই ব্যক্তি। এই আশ্চর্যজনক ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷