কোনও উপায় না দেখে দাঁতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ডেভিড নিজেই নিজের দাঁত তুলে ফেলেন৷ তার আগে তিনি কিছুটা বিয়ার পান করে নেন৷ তার পর নিজেই টেনে তোলেন যন্ত্রণাবিদ্ধ দাঁত৷ এর পর খেয়ে নেন ব্যথা কমানোর ওষুধ৷ পর পর যন্ত্রণাক্লীষ্ট দাঁত এভাবেই তুলে ফেলেন তিনি৷ এক সময় ডেভিড পেশায় ছিলেন কসাই৷ মাংস বিক্রি করতেন তিনি৷ তবে বর্তমানে বেশ অর্থকষ্টে আছেন তিনি৷ নিজের এবং পোষ্য কুকুর অ্যাশের জন্য খাবার কিনতেও তাঁর সমস্যা হয়৷ আর্থিক অনটনের সমস্যায় দাঁতের চিকিৎসার খরচও যোগাড় করতে পারছিলেন না ডেভিড ৷
advertisement
আরও পড়ুন : রান্নাঘরে টাইলসে নাছোড় তেলচিটে দাগ! চোখের নিমেষে সাফ করে ফেলুন দীপাবলির আগেই
বেসরকারি চিকিৎসা পরিষেবার সাহায্য তিনি নিতে পারেননি অর্থসঙ্কটের জন্যই৷ এদিকে জাতীয় স্বাস্থ্য পরিষেবা থেকে সাহায্যও পাচ্ছিলেন না৷ শেষে তিনি বাধ্য হন দাঁত নিজের হাতে তুলে ফেলতে৷ জানিয়েছেন ‘‘আমি অপেক্ষা করেছি যত ক্ষণ না পর্যন্ত দাঁত তার গোড়া থেকে আলগা হয়ে পড়ে৷ বেশ কিছুটা আলগা হয়ে যাওয়ার পর আমি টেনে তুলে ফেলি দাঁত৷ আগে আমি প্লায়ার্স ব্যবহার করতাম৷ এখন বেশির ভাগ সময়েই শুধু আঙুল দিয়ে টেনেই দাঁত তুলে ফেলি৷’’
আরও পড়ুন : এ বছর কবে পালিত হবে ধনতেরস পার্বণ, পুজোর শুভ মুহূর্তই বা কখন, জানুন পঞ্জিকা কী বলছে
জাতীয় স্বাস্থ্য পরিষেবার উপর সব আস্থা হারিয়ে ফেলেছন ডেভিড৷ তবে তাঁর মানসিক সমস্যাও আছে বলে জানা গিয়েছে৷ জীবনধারণের জন্য তাঁকে ডিজএবিলিটি লিভিং অ্যালোয়্যান্স বা ডিএলএ-এর উপর ভরসা করতে হয়৷