TRENDING:

১০ বছর ধরে পাননি ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট, এক এক করে নিজের দাঁত নিজেই তুলেছেন এই ব্রিটিশ মধ্যবয়সি

Last Updated:

Removing Teeth : দন্ত চিকিৎসকের দেখা পাননি৷ এর পর সম্পূর্ণ ঘটনা নিজের হাতে তুলে নেন এক সময়ের মাংসবিক্রেতা ডেভিড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চারপাশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি আপনার অভিযোগের শেষ নেই? তাহলে এক ব্রিটিশ নাগরিকের অভিজ্ঞতা জানলে আপনার ক্ষোভ প্রশমিত হতে পারে৷ ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস বা জাতীয় স্বাস্থ্য পরিষেবার অধীনে দন্ত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে তাঁর অপেক্ষা পেরিয়েছে এক দশক! পাঠকমহলে চাঞ্চল্য ফেলেছে ‘দ্য মিরর’-এর এক প্রতিবেদন৷ সেখানে বলা হয়েছে ৫০ বছর বয়সি ডেভিড সার্জেন্ট গত ১০ বছর ধরে ডেন্টিস্টের অপেক্ষায় রয়েছেন৷ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসে৷ কারণ তাঁর দাঁত তোলার প্রয়োজন হয়েছিল৷ এর পর সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দাঁত ক্রমশ খারাপ হয়েছে৷ কিন্তু দন্ত চিকিৎসকের দেখা পাননি৷ এর পর সম্পূর্ণ ঘটনা নিজের হাতে তুলে নেন এক সময়ের মাংসবিক্রেতা ডেভিড৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কোনও উপায় না দেখে দাঁতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ডেভিড নিজেই নিজের দাঁত তুলে ফেলেন৷ তার আগে তিনি কিছুটা বিয়ার পান করে নেন৷ তার পর নিজেই টেনে তোলেন যন্ত্রণাবিদ্ধ দাঁত৷ এর পর খেয়ে নেন ব্যথা কমানোর ওষুধ৷ পর পর যন্ত্রণাক্লীষ্ট দাঁত এভাবেই তুলে ফেলেন তিনি৷ এক সময় ডেভিড পেশায় ছিলেন কসাই৷ মাংস বিক্রি করতেন তিনি৷ তবে বর্তমানে বেশ অর্থকষ্টে আছেন তিনি৷ নিজের এবং পোষ্য কুকুর অ্যাশের জন্য খাবার কিনতেও তাঁর সমস্যা হয়৷ আর্থিক অনটনের সমস্যায় দাঁতের চিকিৎসার খরচও যোগাড় করতে পারছিলেন না ডেভিড ৷

advertisement

আরও পড়ুন :  রান্নাঘরে টাইলসে নাছোড় তেলচিটে দাগ! চোখের নিমেষে সাফ করে ফেলুন দীপাবলির আগেই

বেসরকারি চিকিৎসা পরিষেবার সাহায্য তিনি নিতে পারেননি অর্থসঙ্কটের জন্যই৷ এদিকে জাতীয় স্বাস্থ্য পরিষেবা থেকে সাহায্যও পাচ্ছিলেন না৷ শেষে তিনি বাধ্য হন দাঁত নিজের হাতে তুলে ফেলতে৷ জানিয়েছেন ‘‘আমি অপেক্ষা করেছি যত ক্ষণ না পর্যন্ত দাঁত তার গোড়া থেকে আলগা হয়ে পড়ে৷ বেশ কিছুটা আলগা হয়ে যাওয়ার পর আমি টেনে তুলে ফেলি দাঁত৷ আগে আমি প্লায়ার্স ব্যবহার করতাম৷ এখন বেশির ভাগ সময়েই শুধু আঙুল দিয়ে টেনেই দাঁত তুলে ফেলি৷’’

advertisement

আরও পড়ুন :  এ বছর কবে পালিত হবে ধনতেরস পার্বণ, পুজোর শুভ মুহূর্তই বা কখন, জানুন পঞ্জিকা কী বলছে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জাতীয় স্বাস্থ্য পরিষেবার উপর সব আস্থা হারিয়ে ফেলেছন ডেভিড৷ তবে তাঁর মানসিক সমস্যাও আছে বলে জানা গিয়েছে৷ জীবনধারণের জন্য তাঁকে ডিজএবিলিটি লিভিং অ্যালোয়্যান্স বা ডিএলএ-এর উপর ভরসা করতে হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১০ বছর ধরে পাননি ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট, এক এক করে নিজের দাঁত নিজেই তুলেছেন এই ব্রিটিশ মধ্যবয়সি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল