সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’(আগে ট্যুইটার বলে পরিচিত) -এ একটি ভিডিও পোস্ট করেছেন @ChapraZila নামের এক ইউজার৷ ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, বর কনের মালা বদলের পরেই মঞ্চে দেওর ও বৌদির যুগলবন্দি নাচ হয়েছে৷ ভিডিওটি হুহু করে ভাইরাল হয়েছে৷ এখনও পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ এই ভিডিও দেখেছে৷ হাজার হাজার লোকে কমেন্ট করেছে৷
advertisement
দেখুন দেওর-বৌদির সেই ভাইরাল হওয়া ভিডিও…
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে কনে লাল রঙের লেহেঙ্গা পরে রয়েছেন। শেরওয়ানি পরা বর তাঁর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। বাকি আমন্ত্রিতরাও মঞ্চে দাঁড়িয়ে আছে। এই সময়, একটি ভোজপুরি গান বাজতে শুরু কর, যে গানের তালে নাচতে শুরু করেন এক যুবক, সম্পর্কে যিনি নববধূর দেওর৷ সেই সময় উপস্থিত অন্যদের অনুরোধে নববধূকও নাচতে দেখা যায়। গোটা ভিডিওটি রেকর্ড করেন ভিডিওগ্রাফার৷
কনের নাচ (Bridal Dance Video) খুব ভাল লেগেছে বলে জানিয়েছেন নেটিজেনরা। কনের নাচের প্রতিটি স্টেপ দারুণ ছিল বলে মন্তব্য করেছেন অনেকে। নাচ শেষ হওয়ার পরে, ভিডিয়োয় সমস্ত অতিথিরা বৌদি এবং দেওরের এই যুগলবন্দি নাচের প্রশংসা করেন (Bridal-Devar Dance Twitter Viral Video)। এই ভিডিও এখন ইন্টারনেটে ঝড় তুলছে৷