TRENDING:

Devar Bhabhi Dance Viral Video: দেওর-বৌদির চুটিয়ে নাচ! কাঁপাকাঁপি পারফরম্যান্সে তোলপাড় স্টেজ, দুরন্ত গতিতে ভাইরাল হল ভিডিও

Last Updated:

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে কনে লাল রঙের লেহেঙ্গা পরে রয়েছেন। শেরওয়ানি পরা বর তাঁর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। বাকি আমন্ত্রিতরাও মঞ্চে দাঁড়িয়ে আছে। এই সময়, একটি ভোজপুরি গান বাজতে শুরু কর, যে গানের তালে নাচতে শুরু করেন এক যুবক, সম্পর্কে যিনি নববধূর দেওর৷ সেই সময় উপস্থিত অন্যদের অনুরোধে নববধূকও নাচতে দেখা যায়। গোটা ভিডিওটি রেকর্ড করেন ভিডিওগ্রাফার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহার: বিয়ের মরসুম চলছে৷ তার উপরে হাল্কা শীত৷ তাই বিয়ের বাড়িতে হইহুল্লোড় নাচ, গান, খাওয়া-দাওয়া, কোনও কিছুতেই ক্লান্তি নেই৷ তেমনই এক বিয়ের বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি৷ যা দেখে দেব ডি সিনেমার ‘ইমোশনাল অত্যাচার’ গানের দৃশ্য মনে পড়ে যেতে বাধ্য৷ তার উপরে, দেওর-বৌদির জমাটি যুগলবন্দি দেখে আপনাদেরও ইচ্ছে হবে গানের তালে একটু কোমর দুলিয়ে নিতে৷
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’(আগে ট্যুইটার বলে পরিচিত) -এ একটি ভিডিও পোস্ট করেছেন @ChapraZila নামের এক ইউজার৷ ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, বর কনের মালা বদলের পরেই মঞ্চে দেওর ও বৌদির যুগলবন্দি নাচ হয়েছে৷ ভিডিওটি হুহু করে ভাইরাল হয়েছে৷ এখনও পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ এই ভিডিও দেখেছে৷ হাজার হাজার লোকে কমেন্ট করেছে৷

advertisement

দেখুন দেওর-বৌদির সেই ভাইরাল হওয়া ভিডিও…

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে কনে লাল রঙের লেহেঙ্গা পরে রয়েছেন। শেরওয়ানি পরা বর তাঁর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। বাকি আমন্ত্রিতরাও মঞ্চে দাঁড়িয়ে আছে। এই সময়, একটি ভোজপুরি গান বাজতে শুরু কর, যে গানের তালে নাচতে শুরু করেন এক যুবক, সম্পর্কে যিনি নববধূর দেওর৷ সেই সময় উপস্থিত অন্যদের অনুরোধে নববধূকও নাচতে দেখা যায়। গোটা ভিডিওটি রেকর্ড করেন ভিডিওগ্রাফার৷

advertisement

আরও পড়ুন: পেট ভরে খাবার নয়, চড়, কিল, ঘুষি, সঙ্গে গাঁট্টাও! বিক্রি হচ্ছে নামী-দামি জায়গায়, রেস্তোরাঁর অভিনব খাবার দুরন্তগতিতে ভাইরাল

কনের নাচ (Bridal Dance Video) খুব ভাল লেগেছে বলে জানিয়েছেন নেটিজেনরা। কনের নাচের প্রতিটি স্টেপ দারুণ ছিল বলে মন্তব্য করেছেন অনেকে। নাচ শেষ হওয়ার পরে, ভিডিয়োয় সমস্ত অতিথিরা বৌদি এবং দেওরের এই যুগলবন্দি নাচের প্রশংসা করেন (Bridal-Devar Dance Twitter Viral Video)। এই ভিডিও এখন ইন্টারনেটে ঝড় তুলছে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Devar Bhabhi Dance Viral Video: দেওর-বৌদির চুটিয়ে নাচ! কাঁপাকাঁপি পারফরম্যান্সে তোলপাড় স্টেজ, দুরন্ত গতিতে ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল