Viral News: পেট ভরে খাবার নয়, চড়, কিল, ঘুষি, সঙ্গে গাঁট্টাও! বিক্রি হচ্ছে নামী-দামি জায়গায়, রেস্তোরাঁর অভিনব খাবার দুরন্তগতিতে ভাইরাল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নামী জায়গার দামী খাবার৷ মেনু কার্ডে রাখা হয় এক অদ্ভুত ডিশ৷ নাম, ‘নাগোয়া লেডিস স্ল্যাপ’৷ দাম জাপানি মুদ্রায় ৩০০ ইয়েন৷ ভারতীয় মুদ্রায় ১৭০ টাকা৷ অর্থাৎ, কোনও খদ্দের চাইলে ১৭০ টাকা দিয়ে নাগোয়ার মহিলার চড় খেতে পারেন৷ উত্তর খাবার বৈকী!
নয়াদিল্লি: এমন কথা কোথাও শুনেছেন নাকি! টাকা পয়সা খরচ লোকে নামী-দামি রেস্তোরাঁয় ভাল-ভাল খাবার খেতে যায়৷ কিন্তু, পয়সা খরচ করে কেউ স্বেচ্ছায় কোনও রেস্তোরাঁয় একের পর এক সপাট চড় খেতে গেছেন, এমনও হয় নাকি! উত্তর হচ্ছে, হ্যাঁ, হয়৷ এই দুনিয়ায় ভাই সবই হয়, সব-ই হয়৷ সম্প্রতি এমনই এক অদ্ভুতুড়ে রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ লোকজন হুমড়ি খেয়ে সেই ভিডিও দেখছেন৷ আর অবাক হচ্ছেন, কী এমন রয়েছে সেই ভিডিয়োয়? দেখুন…
কথা হচ্ছে জাপানের নাগোয়া নামের এক জায়গার Shachihoko-ya নামের একটি রেস্তোরাঁর৷ ২০১২ সালে প্রথম এই ‘অদ্ভুতুড়ে সার্ভিস’ শুরু করেন রেস্তোরাঁর মালিক৷ রেস্তোরাঁর অন্যান্য খাবারের তালিকার পাশাপাশি, মেনু কার্ডে রাখা হয় এক অদ্ভুত ডিশ৷ নাম, ‘নাগোয়া লেডিস স্ল্যাপ’৷ দাম জাপানি মুদ্রায় ৩০০ ইয়েন৷ ভারতীয় মুদ্রায় ১৭০ টাকা৷ অর্থাৎ, কোনও খদ্দের চাইলে ১৭০ টাকা দিয়ে নাগোয়ার মহিলার চড় খেতে পারেন৷ উত্তর খাবার বৈকী!
advertisement
This is Shachihokoya – a restaurant in Nagoya – where you can buy a menu item called ‘Nagoya Lady’s Slap’ for 300 yen pic.twitter.com/19qPM1Ohac
— Bangkok Lad (@bangkoklad) November 29, 2023
advertisement
ভাইরাল ভিডিয়োর তথ্য অনুযায়ী, ‘‘জাপানি ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরিহিত রেস্তোরাঁর ওয়েট্রেস যত জোড়ে তাঁর খদ্দেরকে থাপ্পড় মারেন, তত বেশি সেই খদ্দের উত্তেজিত হয়ে পড়েন৷ যাঁরা চড় খেতে আসেন, তাঁরা বলেন, এতে তাঁদের ব্যথা লাগে না৷ বরং, থাপ্পড় খেয়ে অনেক স্ট্রেস রিলিফ হয়৷’’
advertisement
প্রথম প্রথম রেস্তোরাঁর মহিলাকর্মীদের দিয়েই এই থাপ্পড় খাওয়াতেন রেস্তোরাঁর মালিক৷ পরে শুধুমাত্র চড় মারার জন্যই তরুণীদের নিয়োগ করা শুরু হয়৷ চড় খেতে আসার খদ্দেরও বাড়ে হুহু করে৷ এমনকি, পছন্দের মহিলার হাতে একের পর এক থাপ্পড় খাওয়ার জন্য পকেট থেকে আরও ২০০ ইয়েন বেশি খসাতেও রাজি হন অনেকে৷ অর্থাৎ, পছন্দের মহিলার হাতে থাপ্পড় খাওয়ার দাম হল ৫০০ ইয়েন৷
advertisement
তবে, অনেকেই ভাবছেন, এই রেস্তোরাঁয় শুধু পুরুষদেরই আনাগোনা বেশি৷ এমনটা কিন্তু নয়৷ গোটা বিষয়টার সঙ্গে খানিক যৌনতা জড়িয়ে থাকলেও, এই রেস্তোরাঁয় রিল্যাক্স হতে চড় খেতে আসা মেয়েদের সংখ্যাও কিন্তু কম নয়৷
Shachihoko-ya currently does not offer slaps. We appreciate the attention it has received today, but we cannot accommodate visits with the intention of receiving slaps. We didn’t expect old videos to go viral like this, so please understand before comming. pic.twitter.com/Xd30LjNTpk
— しゃちほこ屋通信 (@shachihokoya) November 29, 2023
advertisement
তবে জানা গিয়েছে, সম্প্রতি এই রেস্তোরাঁর এই অদ্ভুতুড়ে সার্ভিসের ভিডিয়ো চতুর্দিকে ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মালিক৷ তাই আপাতত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, পয়সা নিয়ে চড় খাওয়ার পরিষেবা আপাতত বন্ধ রেখেছেন তাঁরা৷ তাই ওই প্রত্যাশা নিয়ে রেস্তোরাঁয় গেলে হতাশ হতে হবে তাঁদের৷
Location :
New Delhi,Delhi
First Published :
December 09, 2023 5:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: পেট ভরে খাবার নয়, চড়, কিল, ঘুষি, সঙ্গে গাঁট্টাও! বিক্রি হচ্ছে নামী-দামি জায়গায়, রেস্তোরাঁর অভিনব খাবার দুরন্তগতিতে ভাইরাল