TRENDING:

Viral News: এবার মন খারাপের গান বাঁধতে চলেছেন 'বাদাম কাকু'! কেমন আছেন ভুবন বাদ্যকর? কেমন হবে সেই গান? জানুন

Last Updated:

Viral News: মনে আছে বাদাম কাকুকে। বিখ্যাত ভাইরাল গায়ক এবার মন খারাপের গান বাঁধতে চলেছেন ভাইরাল বাদাম কাকু ভুবন বাদ্যকর! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: মনে আছে বাদাম কাকুকে? বিখ্যাত ভাইরাল গায়ক এবার মন খারাপের গান বাঁধতে চলেছেন! কেমন আছেন এখন ভাইরাল বাদাম কাকু? খোঁজ নিল লোকাল ১৮ বাংলা। ভাইরাল বাদাম কাকু এবার মন খারাপের সুরে গান বাঁধছেন। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’, এই সুর একদিন কাঁপিয়ে দিয়েছিল গোটা দুনিয়া। গ্রামের সরল ফেরিওয়ালার গলা ছুঁয়ে গিয়েছিল দেশ-বিদেশের মানুষের মন।
advertisement

বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের জীবন যেন রাতারাতি বদলে গিয়েছিল। কখনও রিয়্যালিটি শো-এর আলোয়, কখনও টেলিভিশনের পর্দায় দেখা মিলেছিল বাদাম কাকুর। সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি থেকে শুরু করে টলিউডের তারকা জিৎ-এর সঙ্গেও ভাগ করে নিয়েছিলেন মঞ্চ। কিন্তু আজ জীবন আর আগের মতো নেই। একান্ত সাক্ষাৎকারে মন খারাপের কথা জানালেন ভুবন নিজেই। বললেন, কি করব! খুব চিন্তা হয়। সবাই বলছে বাদাম গান তো শেষ, এবার আমি কি করব? গান ছেড়ে দিলেও চলবে না… ভাবছি একটা মন খারাপের গান লিখব।

advertisement

আরও পড়ুনঃ সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালির সঙ্গে এত মিল…? উত্তরবঙ্গের ‘হিডেন জেম’ এই ছোট্ট গ্রাম! নাম জেনে ঘুরে আসুন

গানটা হবে ‘ঘরে বসে মন খারাপ করে, আশা আছে আমি কী করব এবারে’, এইভাবেই কিছু লিখতে চাই। কিন্তু সহজ নয়। ভুবনের কথায়, আমি তো বেশি লেখাপড়া করিনি। তাই ভাবতে ভাবতেই গান লিখতে হয়। তবে আশা আছে, গানটা লিখব। তারপর আবার নতুন গান বেঁধে যাব। জীবনের লড়াই থেমে নেই। ভুবন বলছেন, কষ্ট তো হচ্ছে। তবে ছেলেরা খাটছে বলে দুটো খেতে পারছি। আপনারা যারা আমার খবর রাখেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। ভুবনের স্বপ্ন, নতুন গানের সুরে আবার একদিন ফিরতে পারবেন আলোয়। আপাতত অপেক্ষায় আছেন ‘মন খারাপের’ গান নিয়ে ফের আপনাদের সামনে আসার।

advertisement

View More

সুদীপ্ত গড়াই

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: এবার মন খারাপের গান বাঁধতে চলেছেন 'বাদাম কাকু'! কেমন আছেন ভুবন বাদ্যকর? কেমন হবে সেই গান? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল