বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের জীবন যেন রাতারাতি বদলে গিয়েছিল। কখনও রিয়্যালিটি শো-এর আলোয়, কখনও টেলিভিশনের পর্দায় দেখা মিলেছিল বাদাম কাকুর। সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি থেকে শুরু করে টলিউডের তারকা জিৎ-এর সঙ্গেও ভাগ করে নিয়েছিলেন মঞ্চ। কিন্তু আজ জীবন আর আগের মতো নেই। একান্ত সাক্ষাৎকারে মন খারাপের কথা জানালেন ভুবন নিজেই। বললেন, কি করব! খুব চিন্তা হয়। সবাই বলছে বাদাম গান তো শেষ, এবার আমি কি করব? গান ছেড়ে দিলেও চলবে না… ভাবছি একটা মন খারাপের গান লিখব।
advertisement
গানটা হবে ‘ঘরে বসে মন খারাপ করে, আশা আছে আমি কী করব এবারে’, এইভাবেই কিছু লিখতে চাই। কিন্তু সহজ নয়। ভুবনের কথায়, আমি তো বেশি লেখাপড়া করিনি। তাই ভাবতে ভাবতেই গান লিখতে হয়। তবে আশা আছে, গানটা লিখব। তারপর আবার নতুন গান বেঁধে যাব। জীবনের লড়াই থেমে নেই। ভুবন বলছেন, কষ্ট তো হচ্ছে। তবে ছেলেরা খাটছে বলে দুটো খেতে পারছি। আপনারা যারা আমার খবর রাখেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। ভুবনের স্বপ্ন, নতুন গানের সুরে আবার একদিন ফিরতে পারবেন আলোয়। আপাতত অপেক্ষায় আছেন ‘মন খারাপের’ গান নিয়ে ফের আপনাদের সামনে আসার।
সুদীপ্ত গড়াই