North Bengal Offbeat Destination: সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালির সঙ্গে এত মিল...? উত্তরবঙ্গের 'হিডেন জেম' এই ছোট্ট গ্রাম! নাম জেনে ঘুরে আসুন

Last Updated:
North Bengal Offbeat Destination: উত্তরবঙ্গেই লুকিয়ে রয়েছে সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালির (Lauterbrunnen) সৌন্দর্য! অবাক হচ্ছেন তো? ভাবছেন কোথায় এই জায়গা? যেতে ইচ্ছে করছে নিশ্চই? রইল হদিশ...
1/5
*উত্তরবঙ্গেই লুকিয়ে রয়েছে সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালির (Lauterbrunnen) সৌন্দর্য! অবাক হচ্ছেন তো? ভাবছেন কোথায় এই জায়গা? যেতে ইচ্ছে করছে নিশ্চই? সুইজারল্যান্ড ঘুরতে যাওয়া কমবেশি সকলেরই স্বপ্নের মতো। তবে এখন আর সেই সৌন্দর্য্য উপভোগ করতে যেতে হবে না বিদেশ। উত্তরবঙ্গেই মিলবে মিনি সুইজারল্যান্ডের অনুভূতি। 'উত্তরবঙ্গের মিনি সুইজারল্যান্ড' হল মাঝিধুরা। রূপকথার মতো তার ভোর মন কেড়ে নিচ্ছে ছোট, বড় সকলের।
*উত্তরবঙ্গেই লুকিয়ে রয়েছে সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালির (Lauterbrunnen) সৌন্দর্য! অবাক হচ্ছেন তো? ভাবছেন কোথায় এই জায়গা? যেতে ইচ্ছে করছে নিশ্চই? সুইজারল্যান্ড ঘুরতে যাওয়া কমবেশি সকলেরই স্বপ্নের মতো। তবে এখন আর সেই সৌন্দর্য্য উপভোগ করতে যেতে হবে না বিদেশ। উত্তরবঙ্গেই মিলবে মিনি সুইজারল্যান্ডের অনুভূতি। 'উত্তরবঙ্গের মিনি সুইজারল্যান্ড' হল মাঝিধুরা। রূপকথার মতো তার ভোর মন কেড়ে নিচ্ছে ছোট, বড় সকলের।
advertisement
2/5
*তিস্তার ধারে, সবুজ পাহাড়ে জড়ানো মাঝিধুরার সকাল যেন এক স্বপ্নময় দৃশ্য। ঘন কুয়াশা, পাইন গাছের সারি আর ঠান্ডা হাওয়ার পরশ, শরীর-মন জুড়িয়ে দেয়। এই পাহাড়ি গ্রামে সূর্যোদয় দেখলে মনে হবে যেন সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালিতেই পৌঁছে গিয়েছেন হুশ করে! যারা প্রকৃতির কোলে হারাতে চান, তাদের জন্য মাঝিধুরা স্বর্গের মতোই সুন্দর, যাকে কোনও কিছুর সঙ্গেই তুলনা করা যায় না।
*তিস্তার ধারে, সবুজ পাহাড়ে জড়ানো মাঝিধুরার সকাল যেন এক স্বপ্নময় দৃশ্য। ঘন কুয়াশা, পাইন গাছের সারি আর ঠান্ডা হাওয়ার পরশ, শরীর-মন জুড়িয়ে দেয়। এই পাহাড়ি গ্রামে সূর্যোদয় দেখলে মনে হবে যেন সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালিতেই পৌঁছে গিয়েছেন হুশ করে! যারা প্রকৃতির কোলে হারাতে চান, তাদের জন্য মাঝিধুরা স্বর্গের মতোই সুন্দর, যাকে কোনও কিছুর সঙ্গেই তুলনা করা যায় না।
advertisement
3/5
*মাঝিধুরার মূল আকর্ষণ পাহাড়, ঝর্না, আর একটুকরো নীরবতা। এই অঞ্চলের পাথুরে রাস্তা ধরে হাঁটলেই দেখা মেলে ছোট ঝর্ণা, বনভূমি আর শান্তির নিঃশব্দতা। মাঝিধুরার চারপাশে ছড়িয়ে রয়েছে ঘন সবুজ পাইন আর ধুপির বন আর পাহাড়ের বুকে বয়ে চলা জলের ধারা। ট্রেকিংপ্রেমীদের জন্য বেশ কিছু অফবিট রুট রয়েছে, যেগুলো এখনও অনেকের অজানা। এখানকার নীরব প্রকৃতি আত্মাকে স্পর্শ করে।
*মাঝিধুরার মূল আকর্ষণ পাহাড়, ঝর্না, আর একটুকরো নীরবতা। এই অঞ্চলের পাথুরে রাস্তা ধরে হাঁটলেই দেখা মেলে ছোট ঝর্ণা, বনভূমি আর শান্তির নিঃশব্দতা। মাঝিধুরার চারপাশে ছড়িয়ে রয়েছে ঘন সবুজ পাইন আর ধুপির বন আর পাহাড়ের বুকে বয়ে চলা জলের ধারা। ট্রেকিংপ্রেমীদের জন্য বেশ কিছু অফবিট রুট রয়েছে, যেগুলো এখনও অনেকের অজানা। এখানকার নীরব প্রকৃতি আত্মাকে স্পর্শ করে।
advertisement
4/5
*অনেকের মনে প্রশ্ন আসবে কেন মাঝিধুরাকে বলা হচ্ছে ‘উত্তরবঙ্গের মিনি সুইজারল্যান্ড’? মিল কোথায়? পাইন বন, খরস্রোতা নদী আর ঘাসে ঢাকা উপত্যকা, সুইজারল্যান্ডের লটারব্রুন্নেন ভ্যালির প্রাকৃতিক বৈশিষ্ট্য এখানে খুঁজে পাওয়া যায়। উত্তরবঙ্গের এই গ্রামেও রয়েছে এমন পাহাড়ি রাস্তায় ঘেরা ঠান্ডা বাতাসে মোড়া নিঃশব্দ প্রকৃতি। জলের স্রোতের ধারে বসে সময় কাটানো যায় সুইজারল্যান্ডে, খানিকটা তেমনই অভিজ্ঞতা মেলে তিস্তার তীরেও। শীতকালে তো এখানকার আবহাওয়া ও ভিউ আরও বেশি সুইজারল্যান্ড সুলভ হয়ে ওঠে।
*অনেকের মনে প্রশ্ন আসবে কেন মাঝিধুরাকে বলা হচ্ছে ‘উত্তরবঙ্গের মিনি সুইজারল্যান্ড’? মিল কোথায়? পাইন বন, খরস্রোতা নদী আর ঘাসে ঢাকা উপত্যকা, সুইজারল্যান্ডের লটারব্রুন্নেন ভ্যালির প্রাকৃতিক বৈশিষ্ট্য এখানে খুঁজে পাওয়া যায়। উত্তরবঙ্গের এই গ্রামেও রয়েছে এমন পাহাড়ি রাস্তায় ঘেরা ঠান্ডা বাতাসে মোড়া নিঃশব্দ প্রকৃতি। জলের স্রোতের ধারে বসে সময় কাটানো যায় সুইজারল্যান্ডে, খানিকটা তেমনই অভিজ্ঞতা মেলে তিস্তার তীরেও। শীতকালে তো এখানকার আবহাওয়া ও ভিউ আরও বেশি সুইজারল্যান্ড সুলভ হয়ে ওঠে।
advertisement
5/5
*কীভাবে যাবেন মাঝিধুরা? রোড ট্রিপেই মিলবে রোমাঞ্চের স্বাদ। গাড়িতে জলপাইগুড়ি বা মালবাজার, চালসা, লাটাগুড়ি হয়ে পৌঁছনো যায়। রাস্তা কখনও জঙ্গলের ভিতর, কখনও পাহাড় ঘেঁষে। মাঝে মাঝেই গাড়ি থামিয়ে প্রকৃতির ছবি তুলতে ইচ্ছে হবেই! স্থানীয়দের চালানো কয়েকটি ছোট হোমস্টে-তে মিলবে ঘরোয়া খাবার আর পাহাড়ি আতিথেয়তা।যারা ‘ভ্যানিশ পয়েন্ট’ খুঁজে বেড়ান, তাদের জন্য মাঝিধুরা এক অপূর্ব গন্তব্য।
*কীভাবে যাবেন মাঝিধুরা? রোড ট্রিপেই মিলবে রোমাঞ্চের স্বাদ। গাড়িতে জলপাইগুড়ি বা মালবাজার, চালসা, লাটাগুড়ি হয়ে পৌঁছনো যায়। রাস্তা কখনও জঙ্গলের ভিতর, কখনও পাহাড় ঘেঁষে। মাঝে মাঝেই গাড়ি থামিয়ে প্রকৃতির ছবি তুলতে ইচ্ছে হবেই! স্থানীয়দের চালানো কয়েকটি ছোট হোমস্টে-তে মিলবে ঘরোয়া খাবার আর পাহাড়ি আতিথেয়তা।যারা ‘ভ্যানিশ পয়েন্ট’ খুঁজে বেড়ান, তাদের জন্য মাঝিধুরা এক অপূর্ব গন্তব্য।
advertisement
advertisement
advertisement