TRENDING:

বাবা লোকনাথের মতাদর্শ মেনে চললেই আপনিই হবেন সবার প্রিয়-ভালবাসার মানুষ

Last Updated:

তিনি সবার মাঝেই ছিলেন, আছেন ও থাকবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জয় বাবা লোকনাথ এই মন্ত্র জীবনের পথকে আরও সুদৃঢ. করে জীবনকে এক উন্নত ও আলোর পথের ঠিকানা দেয় ৷ প্রতিটি কাজ করার আগে বাবা লোকনাথের নাম স্মরণ করলে সেই কাজ ভাল হয়ে থাকে ৷ বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ একই অঙ্গে অনোন্য রূপ তিনি স্বয়ং ভগাবান মহেশ্বরের অবতার ৷ যাঁকে মনে মনে ডাকলে ভক্তের সকল আশা ও মনবাঞ্ছা পূরণ হয়ে থাকে ৷
advertisement

আরও পড়ুন : বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় অনুকুল ঠাকুরের এই মন্ত্রেই লুকিয়ে রয়েছে ভাল থাকার চাবিকাঠি

পরম পুরুষ বাবা লোকনাথ আমাদের কাছে পূজিত হন তাঁর এক অপার রূপে মানুষকে ভালবাসার কারণেই ৷ আমরাও বাবাকে নিজের জীবনের সব বাধা দূর করতে সব কথা জানিয়ে থাকি ৷ আমরা জানি বাবা সব সময়ে আমাদের সঙ্গে আছেন ৷ বাবা লোকনাথের পুজো ঠিক কবে করা যেতে পারে একবার জনে নেওয়া যাক ৷

advertisement

বাবার অত্যন্ত অল্পতেই তুষ্ট হয়ে থাকেন ৷ তাই তাঁর পুজো করার জন্য দিনক্ষণ, মাস বা বছর প্রয়োজন হয়না তিনি এমনিতেই সবার কাছের সবার মনে সব সময়েই আছে আসমুদ্র হিমাচল ৷ রণে, বনে জলে জঙ্গলে তিনি আছেন সদা সর্বদা ৷ বাবার পুজোর যেকোনও সময়েই করা যেতে পারে যে কোনও মুহূর্তে তার জন্য নির্ধারিত কোনও সময় থাকেনা ৷ তবে যেহেতু বাবাকে শিবের অবতার বলেই আমরা ভাবি তাই বাবার পুজোয় সোমবার একটু ভাল করেই করা উচিৎ ৷ তার এই অর্থ নয় বাকি দিনগুলি বাবার পুজোর জন্য উপযুক্ত দিন ৷

advertisement

আরও পড়ুন : লক্ষ্মীপুজোয় তুলসিপাতা একদম নয়, ভুলেও নয়, আসল কারণ জেনে নিন . . .

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি সব সময়েই বলতেন ভক্তরা তাঁর সন্তান তুল্য কারোর উপরে তিনি কখনই রেগে থাকতেন না ৷ তিনি শুধু বলতেন ভালবাসাই একমাত্র এমন এক অনুভূতি যা সব সময়েই প্রতিটি মানুষের মধ্যে ব্যাপক ভাবে অর আন্দোলন হওয়া উচিৎ অকৃত্রিম মানবপ্রেমই মানুষের কাছে মানুষকে করে তুলবে প্রিয় ৷ তিনি বলতেন যখন প্রতিটি মানুষের মধ্যে অকৃত্রিম টান অনুভব করবে বাঁধবে ভালবাসার বাঁধনে বাঁধবে তখনই সবার মধ্যে বাবাকে খুঁজে পাওয়া সম্ভব হবে ৷ তিনি সবার মাঝেই ছিলেন, আছেন ও থাকবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাবা লোকনাথের মতাদর্শ মেনে চললেই আপনিই হবেন সবার প্রিয়-ভালবাসার মানুষ